নিজের সাহসী স্বভাবের জন্য বলিউডে বেশ নামডাক রয়েছে কালকি কোয়েচলিনের। ছবি বাছাই হোক কিংবা ব্যক্তিগত জীবন, কালকি সবসময়ই আনকাট। মা হওয়ার পর কাজের সংখ্যা কমিয়েছেন, মেয়ে স্যাফোকে ঘিরেই তাঁর জগৎ, এর মাঝেই 'গোল্ডফিশ' ছবিতে দেখা মিলেছে কালকির। ছবির প্রচারের ফাঁকেই প্রাক্তন স্বামী অনুরাগ কশ্যপের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন কালকি।
অভিনেত্রীর কথায়, দাম্পত্য না টিকলেও আজও তাঁরা ভালো বন্ধু। ডিভোর্সের পরের কয়েক বছর কঠিন হলেও আজ সম্পর্ক অনেক সহজ হয়ে গিয়েছে। পূজা তলোয়ারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন- ‘সময় লাগে। অস্বীকার করার জায়গা নেই ডিভোর্সের পরের বছরগুলো বেশ কঠিন ছিল। আজ আমরা যতটা ভালো বন্ধু, সেইসময় তেমনটা ছিল না। সেই সময়টা দরকার ছিল, অন্য মানুষটা (প্রাক্তন দাম্পত্য সঙ্গী) আরেকটা সম্পর্কে জড়িয়েছে সেটা জানাটা কষ্টকর। তাই আমরা সময় নিয়েছিলাম। আমাকে অনেক থেরাপি নিতে হয়েছে, এখন তো সাত-আট বছর হয়ে গেল… লম্বা সময়, এখন সব ঠিকঠাক। বন্ধুত্ব টিকে রয়েছে সেটাই বড় কথা’।
অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন কালকি। ২০১১ সালে পরিচালক অনুরাগের গলাতেই মালা দেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি। ডিভোর্সে আনুষ্ঠানিক শিলমোহর পরে দু বছর পরে।
‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো ছবিতে প্রশংসা পেয়েছে কালকির অভিনয়। অনুরাগের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইজরায়েলি সঙ্গীতশিল্পীর প্রেমে পড়েন কালকি। নাম গাই হর্ষবর্গ। বিয়েতে বিশ্বাস রাখেন না কালকির পার্টনার। ২০২০ সালে মা হয়েছেন কালকি কোয়েচলিন, কিন্তু এখন তিনি অবিবাহিত। লিভ ইন সম্পর্কে রয়েছেন। মেয়ে স্যাপোকে ঘিরেই এখন কালকির গোটা জগত। সম্প্রতি জোয়া আখতারের ‘মেড ইন হেভেন’-এ দেখা মিলেছে কালকির। এই সিরিজে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছে কালকির প্রাক্তন স্বামী অনুরাগের। সম্প্রতি অনুরাগের প্রথম পক্ষের মেয়ে আলিয়ার বাগদানের অনুষ্ঠানেও হাজির ছিলেন কালকি।
‘গোল্ডফিশ’-এর সঙ্গে চার বছর পর রুপোলি পর্দায় ফিরেছেন কালকি। গল্লি বয় ছবিতে শেষবার দেখা মিলেছিল অভিনেত্রীর। এই ছবিতে দীপ্তি নাভালের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কালকি। ডিমেনশিয়া রোগে আক্রান্ত দীপ্তি, তার দায়িত্বশীল কন্যা কালকি। মা-মেয়ের সম্পর্ক নিয়েই এগিয়েছে এই ছবি।