বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘প্রাক্তনের অন্য সম্পর্ক মেনে নেওয়াটা কষ্টকর’, অনুরাগের সঙ্গে বিচ্ছেদ অকপট কালকি

‘প্রাক্তনের অন্য সম্পর্ক মেনে নেওয়াটা কষ্টকর’, অনুরাগের সঙ্গে বিচ্ছেদ অকপট কালকি

ইজরায়েলের পিয়ানোবাদকের সঙ্গে সম্পর্কে রয়েছেন কালকি 

Kalki Koechlin-Anurag Kashyap: ২০১৪ সালে অনুরাগের সঙ্গে ডিভোর্স চূড়ান্ত হয় কালকির। ৯ বছর পর এখন অনেক সহজ দুই প্রাক্তনের সম্পর্ক। বর্তমানে ইজরায়েলের পিয়ানোবাদকের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন কালকি, তাঁদের তিন বছরের একটি শিশুকন্যাও রয়েছে। 

নিজের সাহসী স্বভাবের জন্য বলিউডে বেশ নামডাক রয়েছে কালকি কোয়েচলিনের। ছবি বাছাই হোক কিংবা ব্যক্তিগত জীবন, কালকি সবসময়ই আনকাট। মা হওয়ার পর কাজের সংখ্যা কমিয়েছেন, মেয়ে স্যাফোকে ঘিরেই তাঁর জগৎ, এর মাঝেই 'গোল্ডফিশ' ছবিতে দেখা মিলেছে কালকির। ছবির প্রচারের ফাঁকেই প্রাক্তন স্বামী অনুরাগ কশ্যপের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন কালকি। 

অভিনেত্রীর কথায়, দাম্পত্য না টিকলেও আজও তাঁরা ভালো বন্ধু। ডিভোর্সের পরের কয়েক বছর কঠিন হলেও আজ সম্পর্ক অনেক সহজ হয়ে গিয়েছে। পূজা তলোয়ারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন- ‘সময় লাগে। অস্বীকার করার জায়গা নেই ডিভোর্সের পরের বছরগুলো বেশ কঠিন ছিল। আজ আমরা যতটা ভালো বন্ধু, সেইসময় তেমনটা ছিল না। সেই সময়টা দরকার ছিল, অন্য মানুষটা (প্রাক্তন দাম্পত্য সঙ্গী) আরেকটা সম্পর্কে জড়িয়েছে সেটা জানাটা কষ্টকর। তাই আমরা সময় নিয়েছিলাম। আমাকে অনেক থেরাপি নিতে হয়েছে, এখন তো সাত-আট বছর হয়ে গেল… লম্বা সময়, এখন সব ঠিকঠাক। বন্ধুত্ব টিকে রয়েছে সেটাই বড় কথা’। 

অনুরাগ কাশ্যপের পরিচালনায় ২০০৯ সালে ‘দেব ডি’ ছবি দিয়ে অভিনয়ে পা রাখেন কালকি। ২০১১ সালে পরিচালক অনুরাগের গলাতেই মালা দেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ ঘোষণা করেন এই দম্পতি। ডিভোর্সে আনুষ্ঠানিক শিলমোহর পরে দু বছর পরে।

‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘দ্য গার্ল ইন ইয়ালো বুটস’-এর মতো ছবিতে প্রশংসা পেয়েছে কালকির অভিনয়। অনুরাগের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইজরায়েলি সঙ্গীতশিল্পীর প্রেমে পড়েন কালকি। নাম গাই হর্ষবর্গ। বিয়েতে বিশ্বাস রাখেন না কালকির পার্টনার। ২০২০ সালে মা হয়েছেন কালকি কোয়েচলিন, কিন্তু এখন তিনি অবিবাহিত। লিভ ইন সম্পর্কে রয়েছেন। মেয়ে স্যাপোকে ঘিরেই এখন কালকির গোটা জগত। সম্প্রতি জোয়া আখতারের ‘মেড ইন হেভেন’-এ দেখা মিলেছে কালকির। এই সিরিজে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলেছে কালকির প্রাক্তন স্বামী অনুরাগের। সম্প্রতি অনুরাগের প্রথম পক্ষের মেয়ে আলিয়ার বাগদানের অনুষ্ঠানেও হাজির ছিলেন কালকি। 

‘গোল্ডফিশ’-এর সঙ্গে চার বছর পর রুপোলি পর্দায় ফিরেছেন কালকি। গল্লি বয় ছবিতে শেষবার দেখা মিলেছিল অভিনেত্রীর। এই ছবিতে দীপ্তি নাভালের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কালকি। ডিমেনশিয়া রোগে আক্রান্ত দীপ্তি, তার দায়িত্বশীল কন্যা কালকি। মা-মেয়ের সম্পর্ক নিয়েই এগিয়েছে এই ছবি। 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা ছেলের অফিসের বাইরেই গুলি করে খুন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে 'কখনও বলিনি যে আমার ছেলেদের ছবিতে সুযোগ দিন, নেপোটিজম বিতর্কে কড়া জবাব মিঠুনের রাবণ দহনে 'সিংঘম' অজয়, দশেরায় সিংঘম এগেইন প্রচারে নয়া দিল্লিতে করিনা-রোহিতরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.