'শোলে', 'সীতা অউর গীতা', 'ত্রিশূল', 'মিস্টার ইন্ডিয়া', 'ডন'-এর মতো হিট হিট ছবির চিত্রনাট্য লিখেছেন জাভেদ আখতার। পদ্মশ্রী, পদ্মভূষণ, জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখক পা রেখেছেন ৭৯-তে। বুধবার রাতে অনিল কাপুর তাঁর বাড়িতে জাভেদ আখতারের জন্মদিন উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানে স্ত্রী শাবানা আজমির সঙ্গে যথাসময়ে পৌঁছে যান বর্ষীয়ান গীতিকার।
অনিলের বাড়িতে গাড়ি থেকে নামতেই পাপারাৎজ্জি ঘিরে ধরেন বর্ষীয়ান গীতিকার এবং শাবানা আজমিকে। তারকা দম্পতিকে দেখে ভালো ছবি তোলার জন্য হুটোপাটি শুরু হয়। আর সেসব দেখে মেজাজ হারান জাভেদ আখতার। ধমক দিয়ে বলে বসেন, ‘এত চেঁচিও না তো!’ যদিও পাপারাৎজ্জিদের নিরাশ করেননি তিনি। অনিলের বাড়িতে প্রবেশের আগে শাবানার হাত ধরে ক্যামেরার সামনে পোজও দেন। আরও পড়ুন: আইরার রিসেপশনে হাজির ছিলেন, আমিরের আচরণ নিয়ে মুখ খুললেন সোনালি কুলকার্নি
যদিও জাভেদ আখতারের এই আচরণে বেজায় চটেছে নেটপাড়া। অনেকেই তাঁকে ‘জয়া বচ্চনের ভাই’ বলেও আখ্যা দিয়েছেন। এ দিন বর্ষীয়ান গীতিকার তথা বার্থ বয় পরেছিলেন কুর্তা-জ্যাকেট। অন্যদিকে, শাবানা আজমি পরেছিলেন ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। ছবি শিকারিরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
জাভেদ আখতারের সঙ্গে অনিল কাপুরের সখ্যতা বহু পুরনো। এ দিন পার্টিতে যোগ দিয়েছিলেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। বাবার জন্মদিন পার্টিতে যোগ দিয়েছিলেন ছেলে ফারহান আখতার এবং পুত্রবধূ শিবানী দান্ডেকর। মাধুরী দীক্ষিত, অনুপম খের, দিব্য দত্ত, রিতেশ সিধওয়ানি, বনি কাপুর, সঞ্জয় কাপুর, সোনু নিগম, অনিল পুত্র হর্ষবর্ধন কাপুরও যোগ দিয়েছেন এই নৈশভোজে।