বক্স অফিসে এখনও এক সপ্তাহ পার করেনি ‘জওয়ান’। বিশ্বজুড়ে জারি রয়েছে শাহরুখ ম্যাজিক। প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। রাতের ঘুম বিসর্জন নিয়ে ভক্তরা হল ভরাচ্ছেন। মাত্র ৫ দিনেই বিশ্ব বক্স অফিসে ৫৭৪ কোটি টাকার ব্যবসা হেঁকেছে শাহরুখ খানের এই ছবি। প্রকৃত অর্থেই ‘মাস হিরো’ এসআরকে। ২০২৩ সালটা দুর্দান্ত কাটছে শাহরুখের, তিনি দেখিয়ে দিয়েছেন- ‘এভাবেও ফিরে আসা যায়’। ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে মাত্র ৫ দিনে দেশের বক্স অফিসে ৩০০ কোটি পার করেছে অ্যাটলির এই ছবি। থিয়েটারে কমপক্ষে সপ্তাহ দু-য়েক জওয়ান ঝড় জারি থাকবে। শাহরুখের সুবাদে দু-হাতে লক্ষ্মী লাভ করছেন হলমালিক, ডিস্ট্রিবিউটাররা। সিঙ্গল স্ক্রিনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এর মাঝেই মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়ে গেল ‘জওয়ান’-এর ওটিটি স্বস্ত্ব। আরও পড়ুন-পাঠান, গদর ২-ডাহা ফেল! ৫ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’, বিশ্বে আয় কত?
জানা গিয়েছে, ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স-কে এই ছবির স্বস্ত্ব বিক্রি করেছে শাহরুখের প্রযোজনা সংস্থা। বক্স অফিসে এই ছবি ঘিরে যে উন্মাদনা চোখে পড়ছে, তাতে ‘জওয়ান’ বাড়ি বসে দেখতে লম্বা অপেক্ষা করতে হবে তা স্পষ্ট। জানা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় এই ছবির কপিরাইট নেটফ্লিক্সকে বিক্রি করেছে রেড চিলিস এন্টারটেনমেন্ট। কিন্তু সেই চুক্তি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের তরফেই কিছু জানানো হয়নি। গোটা বিষয় নিয়ে দুই সংস্থার মুখেই কুলুপ। কবে থেকে জওয়ান ওটিটি-তে দেখা যাবে সেই নিয়েও কোনও তথ্য সামনে আসেনি।
এর আগে ‘পাঠান’ ছবির ওটিটি স্বস্ত্ব কিনেছিল আমাজন প্রাইম ভিডিয়ো। তবে এবার আর নিকটতম প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানল না নেটফ্লিক্স। শোনা গিয়েছিল আমাজন প্রাইম ১০০ কোটিতে কিনেছিল পাঠান-এর স্বস্ত্ব। তাই শাহরুখের দর আড়াই গুণ হয়েছে এই দফায়। মুক্তির তিন মাস পর ‘পাঠান’ ওটিটি-তে এসেছিল, এইবারও তেমনই সম্ভাবনা।
Sacnilk.com-এর রিপোর্টানুসারে পাঁচদিনে দেশের বক্স অফিসে ৩১৯.০৮ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’, সোমবার, সপ্তাহের প্রথম দিনও অ্যাটলি পরিচালিত ছবির আয়ের ভাঁড়ারে কোনও টান পড়েনি। ৩০ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। তরণ আদর্শ এদিন এক্স প্ল্যাটফর্মে জানান, ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে শাহরুখের ‘পাঠান’-এর সময় লেগেছিল ৭ দিন, অন্যদিকে সানি দেওল-এর গদর ২ আরও একদিন বেশি সময় নেয়। কিন্তু মাত্র পাঁচ দিনেই সেই কীর্তি ছুঁয়ে ফেলল ‘জওয়ান’।
প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।