সারা বিশ্ব কাবু ‘জওয়ান’ জ্বরে। বক্স অফিসে অপ্রতিরোধ্য শাহরুখ খান! মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে কিং খানের এই ছবি। এদিন সবচেয়ে দ্রুত ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবির শিরোপা দখল করলেন শাহরুখ খান। সোমবার দেশের বক্স অফিসে ৩০০ কোটি পার করার পাশাপাশি বিশ্বজুড়ে ৫৭৪ কোটি টাকার ব্যবসা হাঁকাল শাহরুখ খানের ছবি। আরও পড়ুন-৪ দিনে ৫০০ কোটি পার ‘জওয়ান’, শাহরুখকে শুভেচ্ছা অক্ষয়ের, এল বাদশাহি জবাব
Sacnilk.com-এর রিপোর্টানুসারে পাঁচদিনে দেশের বক্স অফিসে ৩১৯.০৮ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’, সোমবার, সপ্তাহের প্রথম দিনও অ্যাটলি পরিচালিত ছবির আয়ের ভাঁড়ারে কোনও টান পড়েনি। ৩০ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। তরণ আদর্শ এদিন এক্স প্ল্যাটফর্মে জানান, ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে শাহরুখের ‘পাঠান’-এর সময় লেগেছিল ৭ দিন, অন্যদিকে সানি দেওল-এর গদর ২ আরও একদিন বেশি সময় নেয়। কিন্তু মাত্র পাঁচ দিনেই সেই কীর্তি ছুঁয়ে ফেলল ‘জওয়ান’।
চলচ্চিত্র সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের তথ্যানুসারে বাহুবলীর হিন্দি ভার্সন ৩০০ কোটির ঘরে ঢুকত ১০ দিন সময় নিয়েছিল, কেজিএফ ২-এর লেগেছিল ১১ দিন। এছাড়াও দঙ্গল, সঞ্জু, টাইগার জিন্দা হ্যায়, পিকে, ওয়ার , বজরঙ্গি ভাইজান এবং সুলতানের মতো ছবিও এই এলিট ক্লাবের সদস্য।
ভারতের পাশাপাশি বিশ্বের অনান্য প্রাপ্তেও শাহরুখ ম্যাজিক অব্যাহত। মার্কিন মুলুক থেকে দুবাই, ব্রিটেন থেকে প্রতিবেশী বাংলাদেশ, জওয়ান চলছে রমরমিয়ে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ৫৭৪.৮৯ (ভারতের ৩১৯ কোটি মিলিয়ে) কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এই তথ্য দিয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট। ধীরে ধীরে ৬০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড ভেঙে শাহরুখের কেরিয়ারের সবচেয়ে হিট ছবি হওয়ার লক্ষ্যে দুর্বার গতিতে এগোচ্ছে এই ছবি।
এক নজরে ‘জওয়ান’-এর বিশ্বব্যাপী আয়-
প্রথম দিন- ১২৫.০৫ কোটি টাকা
দ্বিতীয় দিন- ১০৯.২৪ কোটি টাকা
তৃতীয় দিন- ১৪০.১৭ কোটি টাকা
চতুর্থ দিন- ১৫৬.৮০ কোটি টাকা
পঞ্চম দিন- ৫২.৩৯ কোটি টাকা
প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।