বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan box office collection: পাঠান, গদর ২-ডাহা ফেল! ৫ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’, বিশ্বে আয় কত?

Jawan box office collection: পাঠান, গদর ২-ডাহা ফেল! ৫ দিনেই ৩০০ কোটির ঘরে শাহরুখের ‘জওয়ান’, বিশ্বে আয় কত?

এগিয়ে জওয়ান 

Jawan box office collection Worldwide: ৬০০ কোটির দোরগোড়ায় জওয়ান! শাহরুখের তুলনা তিনি নিজে! পাঠান-এর রেকর্ড ভেঙে ১০০০ কোটির ঘরে প্রবেশ এখন শুধু সময়ের অপেক্ষা। 

সারা বিশ্ব কাবু ‘জওয়ান’ জ্বরে। বক্স অফিসে অপ্রতিরোধ্য শাহরুখ খান! মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে কিং খানের এই ছবি। এদিন সবচেয়ে দ্রুত ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করা হিন্দি ছবির শিরোপা দখল করলেন শাহরুখ খান। সোমবার দেশের বক্স অফিসে ৩০০ কোটি পার করার পাশাপাশি বিশ্বজুড়ে ৫৭৪ কোটি টাকার ব্যবসা হাঁকাল শাহরুখ খানের ছবি। আরও পড়ুন-৪ দিনে ৫০০ কোটি পার ‘জওয়ান’, শাহরুখকে শুভেচ্ছা অক্ষয়ের, এল বাদশাহি জবাব

Sacnilk.com-এর রিপোর্টানুসারে পাঁচদিনে দেশের বক্স অফিসে ৩১৯.০৮ কোটি টাকার ব্যবসা করেছে ‘জওয়ান’, সোমবার, সপ্তাহের প্রথম দিনও অ্যাটলি পরিচালিত ছবির আয়ের ভাঁড়ারে কোনও টান পড়েনি। ৩০ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির। তরণ আদর্শ এদিন এক্স প্ল্যাটফর্মে জানান, ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে শাহরুখের ‘পাঠান’-এর সময় লেগেছিল ৭ দিন, অন্যদিকে সানি দেওল-এর গদর ২ আরও একদিন বেশি সময় নেয়। কিন্তু মাত্র পাঁচ দিনেই সেই কীর্তি ছুঁয়ে ফেলল ‘জওয়ান’।

চলচ্চিত্র সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের তথ্যানুসারে বাহুবলীর হিন্দি ভার্সন ৩০০ কোটির ঘরে ঢুকত ১০ দিন সময় নিয়েছিল, কেজিএফ ২-এর লেগেছিল ১১ দিন। এছাড়াও দঙ্গল, সঞ্জু, টাইগার জিন্দা হ্যায়, পিকে, ওয়ার , বজরঙ্গি ভাইজান এবং সুলতানের মতো ছবিও এই এলিট ক্লাবের সদস্য।

ভারতের পাশাপাশি বিশ্বের অনান্য প্রাপ্তেও শাহরুখ ম্যাজিক অব্যাহত। মার্কিন মুলুক থেকে দুবাই, ব্রিটেন থেকে প্রতিবেশী বাংলাদেশ, জওয়ান চলছে রমরমিয়ে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ৫৭৪.৮৯ (ভারতের ৩১৯ কোটি মিলিয়ে) কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এই তথ্য দিয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্ট। ধীরে ধীরে ৬০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে ‘জওয়ান’। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড ভেঙে শাহরুখের কেরিয়ারের সবচেয়ে হিট ছবি হওয়ার লক্ষ্যে দুর্বার গতিতে এগোচ্ছে এই ছবি। 

এক নজরে ‘জওয়ান’-এর বিশ্বব্যাপী আয়-

প্রথম দিন- ১২৫.০৫ কোটি টাকা

দ্বিতীয় দিন- ১০৯.২৪ কোটি টাকা

তৃতীয় দিন- ১৪০.১৭ কোটি টাকা

চতুর্থ দিন-  ১৫৬.৮০ কোটি টাকা

পঞ্চম দিন- ৫২.৩৯ কোটি টাকা

 

প্রসঙ্গত ‘জওয়ান’ ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। এখানে তিনি বিক্রম রাঠোর এবং আজাদের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে মুখ্য মহিলা চরিত্র তথা দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। খলনায়কের চরিত্রে আছেন বিজয় সেতুপতি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তের।

বায়োস্কোপ খবর

Latest News

‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি কে প্রথম কাছে এসেছি শেষ হওয়ার জল্পনা তুঙ্গে, মোহনা বললেন, 'ভাবতেই পারিনি...' England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ৫ রাশির জন্য চন্দ্রগ্রহণ খুব সৌভাগ্যের হবে, আয় বৃদ্ধি পাবে, ভাগ্য বদলাবে Video: পুজোর আগে মেট্রোর টিকিট কাটায় এল বড় সুবিধা! লঞ্চ হল অ্যাপ গণপতির সামনে সত্যি সত্যিই প্রার্থনায় করছে বাহন ইঁদুর! দেখুন কাণ্ড... ‘মির্জাপুর’-এ পঙ্কজ ত্রিপাঠী নয় এবার 'কালীন ভাইয়া' হৃতিক? ‘আপনাদের উচিত বনি কাপুরকে জিজ্ঞাসা করা’, কী নিয়ে প্রশ্ন এড়ালেন ফারদিন 'উৎসবে ফিরছি না' বলেও 'টেক্কা'র প্রচার স্বস্তিকার, ভিডিয়ো বার্তায় কী বললেন তথাগত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.