বচ্চন পরিবারের সকল সদস্যরাই সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম অ্যাকটিভ। কেউ টুইটারে, কেউ ইনস্টাগ্রামে, কেউ আবার ব্লগ বা পডকাস্টে। তাঁরা সকলেই নিজের মতো করে নিজের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে অমিতাভ বচ্চন টুইটার, ফেসবুক এমনকি ইনস্টাগ্রামে ভীষণই অ্যাকটিভ। তিনি ব্লগও লেখেন। আর তাঁর এই পোস্টগুলো সকলকে ভীষণ অনুপ্রেরণা দেয়। অন্যদিকে নভ্যা নভেলি নন্দা পডকাস্ট শো হোস্ট করেন। বাদ যান না অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, প্রমুখ। কেউ কম, কেউ বেশি পোস্ট করলেও একমাত্র জয়া বচ্চন এসবের থেকে দূরে থাকেন বলেই জানত এতদিন সবাই, কিন্তু এবার আসল বেড়াল বেরোল ঝুলি থেকে। সত্য প্রকাশ্যে আনলেন নভ্যা এবং তাঁর মা শ্বেতা বচ্চন।
লুকিয়ে লুকিয়ে ইনস্টাগ্রাম ব্যবহার করেন জয়া বচ্চন?
আগেই বলা হল যে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা পডকাস্ট শো হোস্ট করেন। সেখানে হামেশাই অতিথি হয়ে আসেন শ্বেতা বচ্চন এবং জয়া বচ্চন। আর এই শোতেই নভ্যা এবং শ্বেতা আভাস দেন যে জয়া বচ্চন ইনস্টাগ্রামে আছেন।
আরও পড়ুন: ৯২ বছরে পঞ্চম বিয়ে করতে চলেছেন ফক্স নিউজের কর্ণধার মার্ডক! পাত্রীর বয়স কত জানেন?
এদিন শ্বেতা বচ্চন তাঁর মাকে বলেন 'তুমি ইনস্টাগ্রাম ছাড়া থাকতে পারবে?' উত্তরে জয়া বলেন, 'হ্যাঁ।' তখন শ্বেতা তাঁকে ফের জিজ্ঞেস করেন যে 'তাহলে তুমি ওখানে কেন আছ?' উত্তরে বর্ষীয়ান অভিনেত্রী ফের বলেন, 'এমনই, আছি চুপিচুপি।' এরপর শ্বেতাকে বলতে শোনা যায় উনি ওখানে আছেন। আর ইনস্টাগ্রামে তিনি কেবল তাঁর পরিবারকে ফলো করেন। তাঁদের উপর নজরদারি করতেই ইনস্টাগ্রাম করেন জয়া বচ্চন, দাবি তাঁর মেয়ের।
জয়া বচ্চনের প্রজেক্ট
জয়া বচ্চনকে শেষবার রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছে। সেই ছবিটি গত বছর মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এই ছবিটি। এই ছবিতে জয়া বচ্চন ছাড়াও আছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রমুখ।