৯২ বছর বয়সে এসে আবারও বিয়ে করতে চলছেন বিখ্যাত মিডিয়া টাইকুন রুপার্ট মার্ডক! আর এটা তাঁর পঞ্চম বিয়ে। এখানে যখন কাঞ্চনের তৃতীয় বিয়ে এবং তাঁর থেকে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করা নিয়ে হইচই চলছে তখন অন্যদিকে ৯২ বছর বয়সে রুপার্ট মার্ডক পঞ্চম বিয়ে করতে চলেছেন তাবড় প্রেমিকা এলিনা জুকোভার সঙ্গে। এমনটাই নিউ ইয়র্ক টাইমসের তরফে জানানো হয়েছে। আগামী জুন মাসে তাঁরা বিয়ে করবেন।
আরও পড়ুন: 'মায়ের মৃত্যুর পর থেকেই...' শিবের সঙ্গে নিবিড় আত্মিক যোগ! দেবাদিদেবই চালিকা শক্তি,দাবি ‘খিলাড়ি’ অক্ষয়ের
গত বছর রুপার্ট মার্ডক বাগদানের কথা ঘোষণা করেন অ্যান লেসলি স্মিথের সঙ্গে। অ্যান পেশায় একজন দাঁতের চিকিৎসক ছিলেন। একই সঙ্গে তিনি আরজে ছিলেন। কিন্তু তাঁদের সেই বিয়ে বাতিল হয়ে যায় মাসখানেকের মধ্যেই।
আরও পড়ুন: ডিসলেক্সিয়ার পর এবার ডাউন সিনড্রোম, আবারও রোগ নিয়ে সচেতনতা ছড়াবেন আমির, আসছে সিতারে জমিন পর
আরও পড়ুন: রিসেপশন বিতর্কে কাঞ্চন - শ্রীময়ীর পাশেই রুদ্রনীল - শ্রাবন্তীরা, বললেন, 'এটা নির্ঘাত অন্য কেউ...'
অন্যদিকে রুপার্টের হবু স্ত্রী এলিনা হলেন একজন মলিকিউলার বায়োলজিস্ট। তিনি আদতে রাশিয়ার বাসিন্দা। বয়স ৬৭ বছর। অর্থাৎ মার্ডকের থেকে ২৫ বছরের ছোট তিনি।
রুপার্ট মার্ডকের তৃতীয় স্ত্রী ছিলেন মডেল জেরি হল। কিন্তু তাঁদের সেই বিয়ে টেকেনি। বর্তমানে মার্ডকের ছয়টি সন্তান আছে। তাঁর মিডিয়ার ব্যবসায় আছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ, ইত্যাদি। তাঁর গোটা ব্যবসার মূল্য প্রায় ২০ বিলিয়ন।