জমে উঠেছে ‘ঝলক দিখলা যা’। চলতি সপ্তাহে এই রিয়েলিটি শোয়ের এপিসোডটি ছিল ভীষণই আবেগঘন। চলতি এপিসোডটি ছিল বলিউডের টাইমলেস বিউটি মীনাক্ষী শেষাদ্রিকে ডেডিকেট করে। স্পেশাল এই এপিসোডের নাম রাখা হয়েছিল ‘মর্জি মীনাক্ষী কি’। এদিকে এবার এই রিয়ালিটি শোয়ে যতই দিন যাচ্ছে, ততই সকলকে চমকে দিয়ে একের পর এক পারফরম্যান্স দিচ্ছেন তনুজা কন্যা অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়।
চলতি এপিসোডে নিজের পোষ্য লিওকে উদ্দেশ্য করে 'যব কোয়ি বাত বিগর যায়ে' গানে একটা আবেগঘন পারফর্ম করছেন তনিশা। তাঁর সঙ্গী ছিলেন কোরিওগ্রাফার তরুণ নিহালিনী। জানা, যায় তনিশার এই সঙ্গী লিও, জীবনের কঠিন সময়েও নিঃস্বার্থভাবে তাঁর পাশে থেকেছেন, তবে এখন সে নিজেই অসুস্থ। তনিশার এই পারফরম্যান্স দেখে চোখে জল এসে যায় বিচারকের আসনে বসা ফারহা খান ও মালাইকা অরোরাকে, যাঁরা ব্যক্তিগত জীবনে সকলেই আদপে পোষ্যের মা (Pet Mom)।
আরও পড়ুন-'আচ্ছা চালটা কতদিন চলে? সোনার হারটা সত্যিই দেয় তো?' রচনাকে একী প্রশ্ন করলেন রূপসা!
আরও পড়ুন-বিয়ে নিয়ে চর্চা, দর্শনার ‘প্রেমে’ হাবুডুবু একী করলেন সৌরভ!
এবার 'ঝলক দিখলা যা'তে এসে নিজের জীবনের কঠিন সময়ের কথা জানান তনিশা। বলেন কীভাবে তিনি তাঁর প্রথম ছবি 'Sssshhh...' এর শ্যুটিংয়ের সময় কোমায় চলে গিয়েছিলেন। তনিশা বলেন, যখন আমি মানালিতে আমার প্রথম ছবি 'Sssshhh...'-এর শুটিং করছিলাম, সেখানে ছিলাম ডিনো, গৌরব, আমি এবং আমাদের পরিচালক। আমরা একটা গাড়িতে করে বেড়াতে বের হই। মানালিতে, গাড়ির পিছনের টায়ার স্কিড করে গাড়িটি পড়ে যায়। অন্য সবার হাতে ফ্র্যাকচার হয়েছে, কিন্তু আমি গাড়ির বাইরে পড়ে তার নিচে চলে যাই। আমি আঘাত লাগে। আমার মা (তনুজা) এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন, উনি ভেবছিলেন আমি মারা গিয়েছি।'
তনিশা আরও জানান, ‘দুর্ঘটনার কোনো স্মৃতিই আমার নেই। অর্থাৎ দুর্ঘটনার সময় আঘাত লাগার কারণে তনিশা সবই ভুলে গিয়েছেন। কোমায় চলে যাই। দুর্ঘটনার এক মাস পরে ডাক্তাররা আমাকে বলেছিলেন যে আমি শুটিং করতে পারব না, এদিকে প্রযোজকরা বলেছিলেন যে আমি শুটিং না করলে সিনেমাটিই বন্ধ হয়ে যাবে।’
তনিশা জানান, এই দুর্ঘটনায় তাঁর মস্তিষ্কের আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর সুস্থ হয়ে উঠতে প্রায় ১ বছর লেগে যায়। ১ বছর পর কাছে ফিরে 'Sssshhh...' কাজ শেষ করেন তনুজা কন্যা। তবে শ্য়ুটিংয়ে যাওার আগে প্রায় ১ মাস তিনি বাড়িতে ছিলেন, তখন তাঁর পোষ্য ম্যাক্স, তাঁর বিছানার ঠিক পাশেই শুয়ে থাকত। যদিও ম্যাক্স আজ আর বেঁচে নেই বলে জানান তনিশা।