জি বাংলার জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’। এই শোয়ে আম জনতার পাশাপাশি প্রায়দিনই হাজির হতে দেখা যায় কোনও না কোনও তারকাকেও। সম্প্রতি এই জনপ্রিয় শোয়ে হাজির হয়েছিলেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। তবে ‘দিদি নম্বর ওয়ান’ এই শো নিয়ে আমজনতার মধ্যে যে নানান গবেষণা চলে সেবিষয়টিই ফাঁস করেছেন রূপসা।
'দিদি নম্বর ওয়ান' প্রতিযোগীদের শো নির্মাতাদের তরফে নানান পুরস্কার দেওয়া হয়। তবে সেই পুরস্কার নিয়ে আম জনতার মনে কৌতুহলের শেষ নেই। সত্যিই কি সেই পুরস্কার গুলো প্রতিযোগী বা বিজেতাদের দেওয়া হয় নাকি পুরোটাই ভুয়ো! লোকদেখানো? এনিয়ে লোকজনের প্রশ্নের, কৌতুহলের শেষ নেই। আর সেগুলিই এই শোয়ে এসে মজা করে ফাঁস করেছেন রূপসা। যা শোয়ের নতুন প্রমো উঠে এসেছে। যেখানে কৌতুহলী লোকজনের কথা তুলে ধরে রূপসাকে প্রশ্ন করে শোনা যায়, ‘আচ্ছা চালটা কতদিন চলে?’ ‘সোনার হারটা জেতার পর দেয়?’
রূপসা চট্টোপাধ্যায়ের মুখে এমন কথা শুনে হেসে লুটোপুটি খান সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। জি বাংলার তরফে জানানো হয়েছে রূপসার এই এপিসোডটি দেখাযাবে আগামীকাল অর্থাৎ রবিবার (১০ ডিসেম্বর)।
আরও পড়ুন-অ্যানিম্যাল যেন রণবীরের অশ্বমেধের ঘোড়া, ছুটছে সুদূর আমেরিকাতেও, বিশ্বব্যাপী ব্যবসা কত হল?
আরও পড়ুন-গুরুতর বিপদে 'সন্ধ্যাতারা' অভিনেত্রী অন্বেষা হাজরা, রাতভর জেগে, মেটেনি সমস্যা…
প্রসঙ্গত, একাধিক বাংলা সিরিয়ালে অভিনয়ের দৌলতে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় টেলিভিশনের বেশ পরিচিত মুখ। কেরিয়ারের পাশাপাশি চলতি বছরে রূপসার ব্যক্তিগত জীবনও ছিল চর্চায়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে সেরেছেন রূপসা। নিজেই সেই রেজিস্ট্রি বিয়ের অনুষ্ঠানের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। দুই পরিবারের উপস্থিতিতেই রূপসা ও সায়নদীপের আইনি বিয়ে হয়।
তবে রূপসা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা সামাজিক বিয়ে সারবেন ২০২৪ এ। প্রসঙ্গত, একাধিক বাংলা সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন রূপসা। তিনি রূক্মিণী মৈত্রের সঙ্গে ‘নটী বিনোদিনী’ ছবিতেও বিশেষ ভূমিকায় অভিনয় করছেন।