পুজোয় মুক্তি পাচ্ছে যিশুর দশম অবতার, সেই নিয়ে দারুণ উত্তেজিত বাঙালি দর্শক। দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের ছবিতে যিশু, এই যুগলবন্দি ধামাকা করবে বিশ্বাস সকলের। নায়কের সিরিয়াল কিলার অবতার নজর কেড়েছে। এবার খাকি উর্দিতে সামনে এলেন যিশু।
কপালে কাটা দাগ, ঘোলাটে চোখ, বন্দুক উঁচিয় তৈরি অসাধু পুলিশ অফিসার সিআই মৌলি। যিশুর এই ভয়ঙ্কর রূপ তাঁর আসন্ন তেলুগু ছবি ‘টাইগার নাগেশ্বর রাও’-এর জন্য। বাংলা, হিন্দির পাশাপাশি দক্ষিণের ছবিতে চুটিয়ে কাজ করছেন যিশু। আর এবার সুপারস্টার রবি তেজার ছবিতে মেন ভিলেন তিনি, যদিও ভিলেন এখানে পুলিশের চরিত্রে। যিশু মেকাআপের কারসাজিতে কী করে নিমেষে হয়ে উঠলেন সিআই মৌলি? সেই কাহিনি ইনস্টাগ্রাম ভিডিয়োয় তুলে ধরেছেন অভিনেতা।
তাঁর ঘোলাটে চোখ, কপালের কাটা দাগ তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছে রূপটান শিল্পীরা। যখন প্রস্থেটিক মেকআপের সাহায্যে তাঁর লুক সেট চলছে অসীম ধৈর্য্য নিয়ে চুপটি করে বসে রয়েছেন যিশু। মেকআপ আর্টিস্টদের হাতের ছোঁয়ায় যেন অচেনা যিশু। তাঁকে দেখতে সত্যি শিউরে উঠতে হয়।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা। সাহেব ভট্টাচার্য, রেজওয়ান রব্বানি শেখ-সহ টলিপাড়ার শিল্পীরা প্রশংসার বানভাসি। অন্যদিকে যিশু ভক্তরা এদিন বেশ আক্রমণাত্মক। একজন লেখেন, ‘হায় রে অভাগা বাঙলি! এই নায়কের কদর বুঝল না’। অপর এক নেটিজেন লেখেন, ‘বাংলায় অভিনেতা অভিনেত্রীরা শুধু সবাই নোংরা রাজনীতি পারে। তুমি দেখিয়ে দিলে বাংলার বাঙালি অভিনয়টাও পারে।’
নিজের চরিত্রের এই ইন্ট্রোতেই যিশু বুঝিয়ে দিলেন কতটা খতরনাক হবে সিআই মৌলি। তাঁর বার্তা, ‘আপনারা যদি ভেবে থাকেন অনেক বদমাইশ পুলিশ দেখেছেন, তাহলে দুঃখিত। আমাদের এখনও দেখা হয়নি’।
মঙ্গলবার মুক্তি পাবে ‘টাইগার নাগেশ্বর রাও’-এর ট্রেলার। দুর্গাপুজোর সময়ই অর্থাৎ ২০শে অক্টোবর মুক্তি পাবে এই ছবি। ‘টাইগার নাগেশ্বর রাও’-এ নাম ভূমিকায় রয়েছেন রবি তেজা। ছবি পরিচালনায় ভামসী (Vamsee), প্রযোজনায় অভিষেক আগারওয়াল। ছবিতে যিশু আর রবি তেজা ছাড়াও দেখা মিলবে নূপুর শ্যানন,রেনু দেশাই, অনুপম খেরের মতো তারকাদের।
স্টুয়ার্টপুরাম-এর 'বাগী' টাইগার নাগেশ্বর রাও-এর গল্প বলবে এই ছবি। সত্তরের দশকের এই ডাকাতকে নিয়ে অনেক বীরগাথা প্রচলিত হয়েছে। ধনীদের লুট করে ধনসম্পত্তি গরীবদের মধ্যে বিলিয়ে দিলেন জনদরদী ‘ডাকাত’ টাইগার নাগেশ্বর রাও।