গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্র ইপ্সিতা মুখোপাধ্যায়। নেপথ্য তাঁর বর্তমান সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’। ‘টিটো’ দেবোত্তমের সঙ্গে পর্দায় সাত পাক ঘুরেছেন অর্ণব ঘরণী। গল্পে আবার অর্ণব তাঁর দেওর। দেবোত্তম-ইপ্সিতার অনস্ক্রিন রোম্যান্টিক ছবি নিয়ে সোশ্যালে কম কাটাছেঁড়া হয়নি, সেই জল্পনা জিইয়ে রেখেছেন দুই তারকা।
কোকো-টিটোর টানটান রসায়ন তো সকলেই জানে, কিন্তু টিটোর মায়ের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক কোকোর? অনস্ক্রিন শাশুড়ি-বউমার কেমিস্ট্রির ঝলক উঠে এল নাচে। বিয়ে মিটতেই বউমাকে নিয়ে জমিয়ে নাচলেন অপরাজিতা। দেবদাস ছবিতে মাধুরী-ঐশ্বর্যর যুগলবন্দিতে মুগ্ধ হয়েছিল দর্শক। এবার ‘জল থই থই ভালোবাসা’র মেকআপ রুমে ‘ডোলা রে ডোলা’ গানের তালে নাচলেন অপরাজিতা ও ইপ্সিতা।
হইহই করেই কাজ করতে ভালোবাসেন অপরাজিতা। নাচে-গানে মাতিয়ে রাখেন সেট। শটের ফাঁকে একটু সময় পেতেই ইনস্টাগ্রামের জন্য বানিয়ে ফেলল রিল ভিডিয়ো। সবুজ রঙা শাড়ি আটপৌরে করে পরেছেন অপরাজিতা, টুকটুকে লাল শাড়িতে টিটোর নতুন বউ। ভিডিয়োর ক্যাপশনে অপাজিতা লিখেছেন, ‘ডান্স হল নিজেকে নতুন করে খুঁজে নেওয়ার মাধ্য়ম’।
কোকোর কনের সাজ ঘিরে কম চর্চা হয়নি। তাঁর স্নিগ্ধ রূপ থেকে যেন চোখ ফেরানো দায়! ২০১১ সালে 'কেয়া পাতার নৌকো' ধারাবাহিকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন দেবোত্তম-ইপ্সিতা। সেসময়ও এই জুটিটি বেশ জনপ্রিয় হয়েছিল। পুরোনো চাল ভাতে বাড়ে! এই ধারাবাহিকে সাড়া ফেলেছেন তাঁরা।
সহ অভিনেতা দেবোত্তম প্রসঙ্গে ইপ্সিতা এক সাক্ষাৎকারে বলেন, ‘দেবোত্তম দারুণ কো-অ্যাক্টর, আমি ওকে গল্পদাদু বলি। মেকআপ রুম জমিয়ে রাখে দেবোত্তমদা। ওর সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করতে পেরে ভালো লাগছে।’
বাস্তব জীবনে অপরাজিতার শাশুড়ির সঙ্গে তাঁর দুর্দান্ত বন্ডিং। এমনকী শাশুড়িকে মনে ধরেছিল বলেই অতনু হাজরাকে বিয়ে করেন অভিনেত্রী। সম্প্রতি টিভি নাইনকে অভিনেত্রী জানান, ‘আমার শাশুড়িমা-ই আমাকে জীবনে প্রথম ভ্য়ালেন্টাইনস ডে-তে বেলুন উপহার দিয়েছিলেন। সেই সময় আমি জানতামই না দিনটায় কী হয়। …. আমার শাশুড়িই সেই অর্থে আমার প্রথম ভ্যালেন্টাইন’।
এদিকে 'জল থৈ থৈ ভালোবাসা' ধারাবাহিকে সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্রে কাজ করছেন ইপ্সিতা-দেবোত্তম। 'কোকো' ইপ্সিতা যেখানে সত্যবাদী, 'টিটো' দেবোত্তম মিথ্যেবাদী। তবে ইপ্সিতার কথায়, বাস্তবে কোনও পুরুষ যদি তাঁর সঙ্গে মিথ্যাচার করেন, তাহলে তিনি তাঁকে ছেড়ে যাবেন বলে জানান অভিনেত্রী।