২০২৪ এর শুরুটা মোটেই ভালো হয়নি। একটার পর একটা দুঃসংবাদ এসেই চলেছে। এরই মধ্যে সোমবার, ২৯ জানুয়ারি খবর আসে গুরুতর অসুস্থ কবীর সুমন। হার্ট ফেলিওর হওয়ায় তাঁকে তড়িঘড়ি করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিন দুপুর সাড়ে তিনটে নগদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। গায়ক কেমন আছেন জানতে চান তাঁরা। আর সব কিছুর মাঝে নিজেই আপডেট দিলেন কবীর সুমন।
কী পোস্ট করলেন কবীর সুমন?
এদিন হাসপাতালে ভর্তি হওয়ার পর খানিকটা সুস্থ হয়ে নিজেই নিজের আপডেট দেন কবীর সুমন। জানান বর্তমানে কেমন আছেন তিনি। লেখেন, 'শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।' তাঁর এই পোস্টে তাঁর বহু অনুরাগীরাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে উঠুন। ফি আমানিল্লাহ।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'প্রার্থনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রিয় মানুষ।' তৃতীয় ব্যক্তির কথায়, 'বাংলাদেশ থেকে অনেক অনেক শুভকামনা স্যার, প্রানপন প্রার্থনা করছি, নিশ্চয় সেরে যাবেন।'
আরও পড়ুন: 'কিছু বাবা বেশ্যাদের কোলে...' রোহিতের প্রসঙ্গ টেনে শামিকে তুলোধনা হাসিন জাহানের! কী হল আবার?
কী হয়েছে কবীর সুমনের?
আগেই যেমনটা বলা হল 'নাগরিক কবিয়াল'- এর হার্ট ফেলিওর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া কবীর সুমনের দুটো ফুসফুসেই জমে আছে জল। কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি হয়েছেন তিনি। মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন এবং কার্ডিওলজির আন্ডারে চিকিৎসাধীন তিনি। ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। তাঁকে অ্যান্টিবায়োটিক্স তো দেওয়া হচ্ছেই, সঙ্গে পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে।
কবীর সুমনের ডায়াবিটিস আছে। দীর্ঘদিন এই রোগ এবং উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি। কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বাকিগুলোও হবে ধীরে ধীরে। তবে গায়ক সজ্ঞানে আছেন। এমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে। তিনি খেতেও চেয়েছেন এদিন।