বাংলা নিউজ > বায়োস্কোপ > 'উনি কখনও বিশ্রাম চাননি, ওই শরীরের একের পর এক শট দিয়েছেন', শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ কৌশিক গঙ্গোপাধ্যায়

'উনি কখনও বিশ্রাম চাননি, ওই শরীরের একের পর এক শট দিয়েছেন', শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ কৌশিক গঙ্গোপাধ্যায়

শ্রীলা মজুমদারের মৃত্যুতে শোকস্তব্ধ কৌশিক গঙ্গোপাধ্যায়

Kaushik Ganguly on Sreela Majumdar: চলে গেলেন শ্রীলা মজুমদার। তাঁর মৃত্যুর পর অভিনেত্রীকে নিয়ে কী বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

২০২৪ এর প্রথম মাসেই একের পর এক নক্ষত্রপতন। উস্তাদ রাশিদ খানের পর এবার না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার। ২৭ জানুয়ারি প্রয়াত হলেন অভিনেত্রী। তাঁর মৃত্যুর খবর শোনার পর অনেকেই চমকে উঠেছেন। মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।

শ্রীলা মজুমদারের মৃত্যুর পর কী বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

এদিন অভিনেত্রীর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই সক প্রকাশ করলেন অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি এদিন আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'শ্রীলা দি আর নেই এটা মানতেই পারছি না। নিজের কানকেই প্রথমে বিশ্বাস করিনি। এখনও মনে হচ্ছে যেন দুঃস্বপ্ন দেখছি কোনও।'

আরও পড়ুন: 'কিছু বাবা বেশ্যাদের কোলে...' রোহিতের প্রসঙ্গ টেনে শামিকে তুলোধনা হাসিন জাহানের! কী হল আবার?

আরও পড়ুন: 'আগুন আগুন!' মাথায় বোতল নিয়ে বেলি ডান্স! জামাল কুদুতে দুর্ধর্ষ পারফরমেন্স ইন্ডিয়াস বেস্ট ডান্সার খ্যাত সোমিয়ার

তিনি এদিন আরও বলেন, 'শ্রীলা দি যে এতটা অসুস্থ জানতামই না আমরা। উনি কখনও আমাদের ওঁর অসুস্থতার কথাটা বুঝতে দেননি। তবে শারীরিক ভাবে যে কোনও সমস্যা ছিল সেটা ওঁকে দেখে বোঝা যেত। কোথাও একটা কষ্ট আছে বোঝা যেত। কিন্তু উনি যেহেতু কখনও অসুস্থতার কথা বলেননি তাই সৌজন্য দেখিয়ে আমরাও কখনও জিজ্ঞেস করিনি। উনি কখনও কাজ থেকে বিশ্রাম চাননি, নিজের সবটা উজাড় করে কাজ করে গিয়েছেন। শুটিংয়ে কেমন চাও থাকে সবাই জানেন। তবুও সবার সঙ্গে পাল্লা দিয়ে তিনি ওই শরীরে কাজ করে গিয়েছেন। কিন্তু কীভাবে করেছেন সেটা এখন ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে।'

আরও পড়ুন: বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে না ময়দান, বিতর্কে জল ঢেলে রুদ্রনীল বললেন, 'ময়দান মানে কলকাতার ময়দান না, এটা...'

প্রসঙ্গত কেরিয়ারের শুরুর দিকে তিনি মৃণাল সেনের খারিজ ছবিতে কাজ করেছিলেন। আর সেটার সিক্যুয়েল পালান ছবিতেও তিনি কাজ করেছেন। দ্বিতীয় ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই স্মৃতি হাতড়ে জানান, 'ক্যামেরার এপারে বসে ওঁর অভিনয় মুগ্ধ হয়ে দেখতাম। অনিকেত চট্টোপাধ্যায়ের শঙ্কর মুদি ছবিতে উনি আমার স্ত্রী হয়েছিলেন।'

বায়োস্কোপ খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি!-রিপোর্ট মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.