নতুন ছবির শ্যুটিংয়ে কলকাতায় এসেছেন কাজল। তাঁর সঙ্গী অভিনেতা রণিত রায়। যদিও গত শুক্রবারই তাঁরা এশহরে এসে পৌঁছেছেন। তিনি আপাতত রয়েছেন বোলপুরে। শুক্রবারই এয়ারপোর্ট থেকেই সোজা বোলপুরে পৌঁছে যান রণিত ও কাজল। এরপর শনিবার আউশগ্রামের জঙ্গলে ভূতের সিনেমার শ্যুটিং করেন কাজল।
রবিবারও বর্ধমানের আউশগ্রামের জঙ্গলেই দেখা মিলল তনুজা কন্যার। জানা যাচ্ছে, এদিন কালিকাপুর, আদুরিয়ার জঙ্গল সহ একাধিক জায়গায় শ্যুটিং শিডিউল রয়েছে বলিউড অভিনেত্রীর। এদিন কাজলকে দেখতে ভিড় করেচিলেন স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে, এই ছবির প্রযোজক অজয় দেবগন। অর্থাৎ হোম প্রোডাকশনের বিজ বাজেটের ভূতের ছবির শ্যুটিং করছেন কাজল। ছবির নাম 'মা'।
এদিন কাজল বর্ধমানের যে রাজবাড়িতে শ্যুটিং করছিলেন, জানা যাচ্ছে, সেটি ৪০০ বছরের পুরনো। বর্ধমানের রাজার দেওয়ান পরমানন্দ রায়ের বাড়ি এটি। একসময় সেই পরমানন্দ রায়ের হাতেই আসে কাঁকসার একাংশের জমিদারিত্ব। আর তখনই জঙ্গল কেটে তৈরি হয়েছিল এই বিশাল বাড়ি। সাতমহলা এই বাড়ি ৪০০ বছরের পুরনো। কালিকাপুর রাজবাড়ি হিসাবেই পরিচিত এটি।
প্রসঙ্গত, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসেই কাজলের কলকাতা আসার কথা ছিল। তবে সূত্রের খবর, অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শ্যুটিং শিডিউল পিছিয়ে মার্চ করা হয়। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক বিশাল ফুরিয়া। এর আগে বোলপুর, আউশগ্রাম সহ এরাজ্যের নানান প্রান্তে রেইকি করে গিয়েছেন অজয়। এর আগে অজয়ও কলকাতায় এসেছিলেন তাঁর 'ময়দান' ছবির শ্যুটিংয়ে।
রবিবার আউশগ্রামের মন্দিরে পুজো দেওয়ার দৃশ্যের শ্যুটিং করতে দেখা যায় কাজলকে। শ্যুটিংয়ে দুই শিশুকে খেলাধুলো করতেও দেখা গিয়েছে। স্থানীয় এলাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে শ্যুটিং করতে দেখা যায়। ছবিতে কাজল একজন মায়ের ভূমিকায় অভিনয় করছেন বলেই খবর। তবে এই ছবি নিয়ে বিস্তারিত কোনও তথ্যই শেয়ার করতে নারাজ নির্মাতারা। এদিন কাজলের শ্যুটিং ঘিরে আউশগ্রাম সহ জঙ্গল এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা।এদিন কালী মন্দিরে পুজো দেওয়ার বেশকিছু ছবি শেয়ার করেন কাজলের সহ অভিনেতা রণিত রায়।
প্রসঙ্গত, কাজলের বেড়ে ওঠা মুম্বই শহরে হলেও তাঁর সঙ্গে এই বাংলার যোগ বেশ গভীর। কাজল মুম্বইয়ের বিখ্যাত মুখার্জি বাড়ির মেয়ে। পরিচালক সোমু মুখোপাধ্য়ায়ের মেয়ে তিনি। আবার একসময় কাজলের মা তনুজা বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।
একসময় নিজের কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই সহ-অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। অজয় দেবগনের বাড়ির ছাদে একদম চুপিসাড়ে সাত পাক ঘুরেছিলেন দুজনে। ‘কুছ কুছ হোতা হ্য়ায়’ মুক্তি পাওয়ার মাস কয়েকের মধ্যেই অজয়কে বিয়ে করেছিলেন কাজল। তারপর তাঁদের একসঙ্গে পথচলার কথা সকলেরই জানা।