অভিনয়ের পর এবার রাজনীতির ময়দানে কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার মোদী ভক্তি কারুর অজানা নয়। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের জয়গান শোনা গিয়েছে বলিউডের কুইনের মুখে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে নিজের জন্মস্থান, হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়বেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার রাজনীতিতে যোগদান নিয়ে সরগরম নেটপাড়া। কঙ্গনাকে কুরুচিকর আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ।
সুপ্রিয়ার ‘যৌনকর্মী’ মন্তব্যের পালটা জবাবও দেন অভিনেত্রী। তারপরেই ভাইরাল হয়, বছর কয়েক আগে কঙ্গনার দেওয়া এক সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রী তথা সেইসময় কংগ্রেসের মুখ উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নস্টার’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। সেই নিয়ে সাফাই দিলেন অভিনেত্রী।
‘সফট পর্ন স্টার’ কটাক্ষের সাফাই কঙ্গনার
উর্মিলাকে নিয়ে নিজের পুরনো মন্তব্য প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমি কোনও কিছুকেই সমর্থন করছি না। এই অভিনেত্রীরা যদি তন্দুরি মুর্গি, আইটেম গার্ল, শিলা কি জওয়ানির মতো শব্দে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে কেন এটি (এই শব্দবন্ধকে) আপত্তিজনক হিসাবে দেখা হয়? আসল কথা, তারা যদি এতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে আপনি কেন তাদের লজ্জা দিতে চান? ব্যক্তিগতভাবে আমার মনে হয় না ওঁকে (উর্মিলা মাতন্ডকর) লজ্জা দেওয়ার কোনও উদ্দেশ্য আমার ছিল, কারণ ও ওই চরিত্রে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে।’
এই নিয়ে বিস্তারিত ব্যাখা দিতে গিয়ে ফের বেফাঁস কঙ্গনা। এবার সানি লিওনের অতীত টেনে আনলেন তিনি। অভিনেত্রী আরও বলেন, ভারতে পর্ন তারকারা প্রচুর সম্মান পান। কঙ্গনা হিন্দিতে বলেন, 'বলুন তো, 'সফট পর্ন' বা 'পর্ন স্টার' কি আপত্তিকর শব্দ? না! এগুলো আপত্তিকর শব্দ নয়। এটি এমন একটি শব্দ যা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। ভারতে পর্ন তারকারা যে পরিমাণ সম্মান পান, সানি লিওনকে জিজ্ঞেস করুন, বিশ্বের আর কোথাও তা হয় না।'
ঊর্মিলাকে নিয়ে ঠিক কী বলেছেন?
২০২০ সালে টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, ‘আমি উর্মিলা মাতন্ডকরের একটি অত্যন্ত অবমাননাকর সাক্ষাৎকার দেখেছি। তিনি যেভাবে আমার সম্পর্কে কথা বলছিলেন, মুখ টানছিলেন, আমার সংগ্রাম নিয়ে উপহাস করছিলেন, আমাকে আক্রমণ করছিলেন যে আমি টিকিটের জন্য বিজেপিকে খুশি করার চেষ্টা করছি। আমার জন্য যে টিকিট পাওয়া খুব কঠিন কিছু নয়, তা বোঝার জন্য জিনিয়াস হতে হয় না। উর্মিলা একজন সফট পর্ন স্টার। তিনি তার অভিনয়ের জন্য পরিচিত নন, তিনি কিসের জন্য পরিচিত? সফট পর্ন করার জন্য। তিনি যদি টিকিট পেতে পারেন, তাহলে আমি কেন টিকিট পাব না?’
২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন রঙ্গিলা গার্ল। পরবর্তীতে কংগ্রেসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে শিবসেনায় যোগদান করেন।