মুক্তি পেল কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি তেজস। ২৭ অক্টোবর, শুক্রবার মুক্তি পেল এই ছবি। এখানে অভিনেত্রীকে এয়ার ফোর্সের অফিসার তেজস গিলের চরিত্রে দেখা যাচ্ছে। আগামীতেও একাধিক দুর্দান্ত প্রজেক্ট নিয়ে আসছেন অভিনেত্রী। এর আগেই অভিনেত্রী জানিয়েছিলেন যে তাঁর প্রযোজিত এবং অভিনীত ছবি এমারজেন্সি এখন নয় ২০২৪ সালে মুক্তি পাবে কারণ ২০২৩ সালের শেষের দিকে তাঁর একাধিক ছবি আসবে।
কী কী জানালেন কঙ্গনা?
IMDb কে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জানান তাঁর আগামী ছবিটি একটি থ্রিলার ছবি হতে চলেছে। সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে বিজয় সেতুপতিকে। এছাড়াও অভিনেত্রীকে জনপ্রিয় বাঙালি থিয়েটার কর্মী নটী বিনোদিনীর চরিত্রেও দেখা যেতে চলেছে শীঘ্রই। এই ছবির কথা তিনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। তবে ভাবছেন কি এতটুকুই? একেবারেই না। চমক দিয়ে অভিনেত্রী তাঁর আরও একটি ছবির কথা ঘোষণা করলেন। তাঁকে আগামীতে তনু ওয়েডস মনু ৩ ছবিতেও দেখা যাবে। হ্যাঁ, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ আসছে।
আরও পড়ৃুন: দীপিকার সঙ্গে প্রথম যেভাবে দেখা হয়েছিল ঠিক সেভাবেই মোলাকাত অনুস্কার সঙ্গে? রণবীরের কথায় হাসছে নেটপাড়া
আরও পড়ৃুন: 'পরীক্ষার মতো টেনশন হচ্ছে', সৌরভের প্রশ্নের ভয়ে জুবুথুবু জগদ্ধাত্রী টিম! বিজয়ায় বাজি মারলেন কারা?
যদিও অভিনেত্রী যতই বলুন না কেন তনু ওয়েডস মনু ৩ আসছে, এই ছবির পরিচালক আনন্দ এল রাই কিন্তু আগে জানিয়েছিলেন যে সেটা হচ্ছে না। ফলে এখন এটা স্পষ্ট নয় যে এই ছবির পরিচালক হিসেবে আনন্দকে দেখা যাবে নাকি অন্য কেউ থাকবেন। একই সঙ্গে এটাও স্পষ্ট নয় যে আর মাধবনই মুখ্য পুরুষ ভূমিকায় অভিনয় করবেন কিনা।
তেজস প্রসঙ্গে
তেজস ছবিটির পরিচালনা করেছেন সর্বেশ মেওয়ারা। তিনি এই ছবির হাত ধরেই ডেবিউ করলেন। এখানে কঙ্গনা ছাড়াও আছেন অংশুল চৌহান, বীণা নায়ার, বরুণ মিত্র, প্রমুখ।