বাংলা নিউজ > বায়োস্কোপ > Karanvir-Deepika: হাতে কাজ নেই, নতুন ডনের বউয়ের শরণাপন্ন করণবীর! ‘ওভাবে তো পারব না…', পালটা দীপিকা

Karanvir-Deepika: হাতে কাজ নেই, নতুন ডনের বউয়ের শরণাপন্ন করণবীর! ‘ওভাবে তো পারব না…', পালটা দীপিকা

করণের আবদার 

Karanvir Bohra-Deepika Padukone: ১০ বছর পর ডন-এর তিন নম্বর ছবির ঘোষণা সেরেছেন পরিচালক-প্রযোজক ফারহান আখতার। নতুন ডনের ভূমিকায় রয়েছেন রণবীর সিং। 

ডন-এর তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন পরিচালক ফারহান আখতার। আর এই ছবির অংশ হতে মরিয়া টেলি তারকা করণবীর বোহরা। কিন্তু মুশকিল হল ছবির পরিচালক বা প্রযোজকের সঙ্গে যোগাযোগ নেই তাঁর। অগত্য নতুন ডনের বউয়ের স্মরণাপন্ন তিনি। শীঘ্রই ‘ডন ৩’ নিয়ে রুপোলি পর্দায় হাজির হবেন ফারহান আখতার। ফারহানের ডন হিসাবে এবার দেখা মিলবে রণবীর সিং-এর। চলতি মাসের শুরুতেই সেই ঘোষণা সেরেছন পরিচালক। বাকি কাস্টিং নিয়ে ধোঁয়াশা জারি। এর মাঝেই বড়সড় খোলসা করলেন করণবীর বোহরা। 

৪১ বছর বয়সী এই টেলি তারকা কাজ চাইতে মোটেই স্বচ্ছন্দবোধ করেন না। কিন্তু তা বলে মনের ইচ্ছা চেপে রাখাটাও অনুচিত। জন্মদিনে করণবীর জানান, ‘আমি কিছু নির্দিষ্ট মানুষের সঙ্গে নির্দিষ্ট প্রোজেক্টে কাজ করতে চাই, কিন্তু সেটা অবশ্যই সম্মান বজায় রেখে। জানাই তাঁরা যেন আমার কথাটা মাথায় রাখেন, আমি নিজেকে মরিয়া প্রমাণ করতে চাই না’।

অভিনেতা যোগ করেন, রণবীরের নাম নতুন ডন হিসাবে ঘোষণার পর দীপিকাকে মেসেজ করে কাজ চেয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আমি যখন জানলাম রণবীর ডন ৩ করছে, আমি সত্যি মন থেকে ওই ছবির ভিলেন হতে চেয়েছি। আমি ফারহান আখতারকে চিনি না, বা ওঁনার প্রযোজনা সংস্থার সঙ্গে আমার যোগাযোগ নেই। তাই সাতপাঁচ না ভেবে আমি দীপিকাকে মেসেজ করি। ভেবেছিলাম নিজের ভাগ্য পরীক্ষা করি। উনি আমাকে চেনেন কিন্তু আমাদের দেখা-সাক্ষাৎ হয় এমনটা নয়। আমি নিজের ইচ্ছা জাহির করার পর উনি পালটা জবাব দেন।’ দীপিকা কি সাহায্যের হাত বাড়িয়েছেন? করণ জানান দীপিকা তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘আমি তো তোমাকে সরাসরি সাহায্য করতে পারব না। কিন্তু যে ব্যক্তি ওই ছবির কাস্টিং-এর দায়িত্বে রয়েছেন তাঁর নম্বর দিতে পারি। পরে দেখলাম সেই ব্যক্তির নম্বর আমার কাছে রয়েছে। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করে বলি, যদি আমাকে কোনও চরিত্রের যোগ্য মনে করা হয়, তাহলে যেন সেটা নিয়ে ভাবনা-চিন্তা করে আমাকে জানানো হয়।

করণের কথায় গত বছর সে-ভাবে তাঁর হাতে কাজ ছিল। তবে আর্থিক সংকটে পড়তে হয়নি তাঁকে। সোশ্যাল মিডিয়া থেকে ভালো টাকা রোজগার করেন তিনি। তবে অভিনেতা হিসাবে ভালো চরিত্রের খিদেটাই আসল। তাই শীঘ্রই মারকাটারি চরিত্রে পর্দায় ফিরতে চান করণবীর। 

 

 

বন্ধ করুন