Katrina-Vicky: বছর শেষে ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গিয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। একান্তে সময় কাটাচ্ছেন বলিউড দম্পতি। জঙ্গল সাফারির টুকরো ঝলক ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন ক্যাটরিনা-
1/5নতুন বছরের আগে আগে ছুটি কাটাকে রাজস্থান উড়ে গেলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। স্বামীর সঙ্গে ইনস্টাগ্রামে রাজস্থান ভ্রমণের ঝলক শেয়ার করেছেন ক্যাট। (ছবি ইনস্টগ্রাম)
2/5ইনস্টাগ্রামে ভিকির সঙ্গে কাপল ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। রাজস্থানের দুর্গম জঙ্গলের মধ্যে পোজ দিয়ে বসে দুজনে। ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন তাঁরা।
3/5অভিনেত্রী রাজস্থান ট্যুর থেকে গাছ এবং প্রাণীর ছবিও শেয়ার করেছেন। জঙ্গলে চিতাবাঘ এবং হরিণের দর্শন পেয়েছেন তাঁরা। জঙ্গল সাফারির সময় এই সমস্ত প্রাণীর দর্শন পেয়েছেন বলিউড দম্পতি।
4/5ছবিগুলি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, 'এত জাদুকর... আমার মনে হয় আমার প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। নিজের একটি একক ছবিও শেয়ার করেছেন বলিউড সুন্দরী।
5/5পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করার পর ক্যাটরিনা ও ভিকি রাজস্থান উড়ে যান। মুম্বইয়ে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে ক্রিসমাস ডিনার এবং একটি পাজামা পার্টির আয়োজন করেছিলেন তাঁরা।