দেখতে দেখতে বিয়ের দুই বছর পার হয়ে গেল। ৯ ডিসেম্বর দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আর এদিনই ভক্তদের সঙ্গে নিজেদের একটি আদুরে ছবি ভাগ করে নিলেন ক্যাটরিনা। ভিকিও বিশেষ পিছিয়ে নেই, তিনি তাঁদের কাটানো নানা মুহূর্তের একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করেন এদিন।
ক্যাটরিনা কী পোস্ট করলেন বিবাহবার্ষিকী উপলক্ষ্যে?
এদিন ক্যাটরিনা তাঁর এবং ভিকি কৌশলের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে একটি স্লিভলেস ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে ভিকির পরনে সাদা সোয়েটশার্ট এবং টুপি। বরকে জড়িয়ে আদুরে ভঙ্গিমায় হাসি মুখে ছবি তুলেছেন টাইগার ৩ -এর নায়িকা। এই ছবিটা পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আমার...' সঙ্গে একাধিক সাদা হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।
আরও পড়ুন: সুখী বিবাহিত জীবনের মাঝেই বোমা ফাটালেন রণবীর! অকপটে বললেন, 'আলিয়া আমার প্রথম স্ত্রী নয়'
আরও পড়ুন: ‘আমার টাকা, আপনারা বলার কে?’, আর্চিস নিয়ে নেপোটিজমের খোঁচা খেতেই খেপে গেলেন জোয়া আখতার
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। প্রিয়াঙ্কা চোপড়া ভালোবাসার একটি ইমোজি কমেন্ট করেন বন্ধুর পোস্টে। শ্বেতা বচ্চন, জোয়া আখতার সহ আরও অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। ভিকি ক্যাটরিনার গুণমুগ্ধরাও কমেন্টে কমেন্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই বলি জুটিকে।
এক ব্যক্তি ক্যাটরিনার এই পোস্টে লেখেন, 'শুভ বিবাহবার্ষিকী। দুজনে ভালো থেকো। এভাবেই গোটা জীবন একসঙ্গে কাটিও।' আরেকজন লেখেন, 'আমার পছন্দের জুটি। ভালো থেকো তোমরা।'
ভিকি এবং ক্যাটরিনার প্রসঙ্গে
২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সূর্যগড় প্যালেসে বসেছিল তাঁদের বিবাহবাসর। ক্যাটরিনা কাইফকে শেষবার টাইগার ৩ ছবিতে দেখা গিয়েছিল সলমন খানের সঙ্গে। আগামীতে মেরি ক্রিসমাস ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ভিকির নতুন ছবি স্যাম বাহাদুর। বক্স অফিসে মোটামুটি ফল করেছে এই ছবি।