জিন্দেগি না মিলেগি দোবারা হোক বা গালি বয় বা অন্য কিছু, জোয়া আখতার মানে অন্য রকমের, অন্য ধরনের ভাবনার কোনও ছবি। এবং অবশ্যই সুপারহিট ছবি। তবে তাঁর পরিচালিত শেষ ছবিটি নিয়ে বেজায় বিতর্ক বেঁধেছে। উসকে গিয়েছে নেপোটিজম বিতর্ক। এবার সেই প্রসঙ্গে জবাব দিলেন জোয়া। দ্য আর্চিস নিয়ে কী বললেন তিনি?
দ্য আর্চিস এবং নেপোটিজম নিয়ে সরব জোয়া
সদ্যই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দ্য আর্চিস। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ করলেন শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, প্রমুখরা। আর সেটার জন্য দ্য আর্চিসকে কেন্দ্র করে উসকে গিয়েছে নেপোটিজম বিতর্ক। এবার নিজের ছবির হয়ে সাফাই দিলেন পরিচালক নিজেই। যুগারনটকে দেওয়া একটি সাক্ষাৎকারে জোয়া বলেন, 'আমার মনে হয় এই বিতর্কটা বিশেষ সুবিধা, সুযোগ এবং সোশ্যাল ক্যাপিটাল নিয়ে। আমি এই রাগ বা ফ্রাস্ট্রেশনটা বুঝি, যাঁরা এই বিশেষ সুবিধাগুলো পান না তাঁদের এটা নিয়ে রাগ হওয়া স্বাভাবিক। তবে এটা নিয়ে কথা বলা উচিত। সবারই এক ধরনের শিক্ষা, চাকরি এবং সুযোগ পাওয়া উচিত। কিন্তু যখন কেউ বলে আমার ছবিতে সুহানা খানের থাকা উচিত নয় সেটা বেফালতু কথা কারণ ওকে আমার ছবিতে না নিলে যে বলছে কথাটা তার জীবন বদলাবে না। যেটা আপনার জীবন বদলাতে পারে সেটা নিয়ে কথা বলা উচিত।'
আরও পড়ুন: গুটখা বিজ্ঞাপনের কেসে নোটিশ পাঠানো হল অক্ষয়-শাহরুখ-অজয়কে, কী বলছে এলাহাবাদ হাইকোর্ট?
আরও পড়ুন: সুখী বিবাহিত জীবনের মাঝেই বোমা ফাটালেন রণবীর! অকপটে বললেন, 'আলিয়া আমার প্রথম স্ত্রী নয়'
তিনি আরও বলেন, 'আমার বাবা এই জগতের সঙ্গে কোনও ভাবেই যুক্ত ছিলেন না, তবুও এসে কাজ করে এখানে নিজের পরিচিতি তৈরি করেছেন। আমি এই ইন্ডাস্ট্রিতে বড় হয়েছি, আমি কী করতে চাই না চাই সেটা করার পূর্ণ অধিকার আমার আছে। আমার বাবার যাঁরা পরিচিত তাঁরা আমারও পরিচিত। তাহলে কি বলতে চান আমি চিত্রপরিচালক হতে চেয়েছি বলে বাবাকে অস্বীকার করব নাকি আমি যে পেশাটা ভালোবাসি বেছে নিয়েছি সেটা করব না? যদি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিটা বাচ্চাও সিনেমার জগতে কাজ না করে তাহলে আপনার জীবন কোনও ভাবে বদলাবে না।'
তিনি আরও বলেন, 'নেপোটিজম তখন হয় আমি যখন পাবলিক বা অন্য কারও টাকা নিচ্ছি আমার বা আমার বন্ধু বা পরিবারের জন্য। কিন্তু আমার টাকা দিয়ে যখন কিছু করছি সেটা নেপোটিজম নয়। আমি আমার টাকা দিয়ে কী করব সেটা আপনি বলার কে? এটা আমার টাকা। আমি আমার টাকা আমার বোনপো বা দাদার ছেলের উপর খরচ করব কিনা সেটা আমার ব্যাপার।'
প্রসঙ্গত ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবিটি। জোয়া আখতার পরিচালিত এই ছবিটিতে আর্চি এবং তার বন্ধুদের কথা বলা হয়েছে। এখানে আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা। অন্যদিকে আছেন সুহানা খান, খুশি কাপুর, মিহির আহুজা প্রমুখ।