বাংলা নিউজ > বায়োস্কোপ > Katrina-Vicky: সোহাগ করে ক্যাটকে কী নামে ডাকেন ভিকি? আদুরে নাম শুনলে চমকে যাবেন!

Katrina-Vicky: সোহাগ করে ক্যাটকে কী নামে ডাকেন ভিকি? আদুরে নাম শুনলে চমকে যাবেন!

ভিকি-ক্যাটরিনা

Vicky-Katrina: ‘ভিকি অদ্ভূত একটা মানুষ, তবে খুব স্পেশ্যাল’, বরের প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা। ফাঁস করলেন দাম্পত্য জীবনের সিক্রেট। 

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দেখতে দেখতে বিয়ের দশ মাস পার করে ফেলেছেন ‘ভিক্য়াট’। গত বছর ডিসেম্বরে রাজকীয় বিয়ের পর্ব সেরেছেন দুজনে। এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকির কমতি নেই। যে কেউ দেখলেই তাঁদের বলবেন, ‘রব নে বানা দি জোড়ি’। সম্প্রতি নিজেদের দাম্পত্য জীবনের বেশ কিছু সিক্রেট ফাঁস করেছেন ক্যাটরিনা। 

ফ্যানেরা ভালোবেসে অভিনেত্রীকে ‘ক্যাট’ বলে ডাকে। তবে ক্যাটরিনাকে তাঁর মনের মানুষ মানে ভিকি কী বলে ডাকে জানেন? 'সোনা', 'বেবি', ‘ডার্লিং’- এমন কোনও আদুরে ডাক নয়, সোহাগ করে বউকে ভিকি যে নামে ডাকেন তা আপনি কল্পনাও করতে পারবেন না। ক্যাটরিনা নিজের মুখে জানিয়েছেন, নতুন বউকে ভিকি 'আমার প্যানিক বটন' (Panic Button) বলে ডাকেন। আজ্ঞে হ্যাঁ! 'প্যানিক বটন'।

আপতত ক্যাটরিনা কইফ নিজের আসন্ন ছবি ফোন ভূতের প্রচারে ব্যস্ত রয়েছেন। এই হরর কমেডির প্রমোশনের ফাঁকে স্বামী-স্ত্রী'র মধ্যেকার এই সিক্রেট ফাঁস করলেন ক্যাট। বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘ও (ভিকি) খুব অদ্ভূত একটা মানুষ, তবে খুব স্পেশ্যাল। ওর মধ্যে এমন অনেক গুণ আছে যেগুলো আমার জন্য আদর্শ। তুমি জানো আমাকে ও কী বলে ডাকে? (সলজ্জ হাসি) আমার প্যানিক বটন। কারণ আমি সবসময় প্যানিক করি, আমি একটু আতঙ্কিত মানুষ। একটু প্যানিক তো করিই। আমি তো প্যানিক করতে গিয়ে নিজের হাত নাড়ি আর বলি যদি, মানে যদি… আর উলটো দিক থেকে ও বোঝাতে থাকে শান্ত হও প্যানিক বটন। আমরা একে অপরের পরিপূরক। আমি জানি না আমি ওর জীবনে ব্যালেন্স আনতে পেরেছি কিনা, কিন্তু ও আমার জীবনটা ব্যালেন্স করে দিয়েছে’। 

গত বছর ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরের ৭০০ বছরের পুরোনো কেল্লায় সাত পাকে বাধা পড়েন ভি-ক্যাট। বিয়ের আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে। তবে তাঁদের প্রেম কাহিনি কারুর অজানা ছিল না। বিয়ের পর দাম্পত্য জীবনের ঝলক প্রায়শই সোশ্যালে তুলে ধরেন দুজনে। সম্প্রতি ভিকির জন্য করবা চৌথের ব্রত পালন করেছেন ক্যাটরিনা। বউয়ের জন্য উপোস করেছিলেন ভিকিও। 

ক্যাটরিনা অভিনীত 'ফোন ভূত মুক্তি পাবে আগামী ৪ঠা নভেম্বর'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে 'টাইগার ৩', ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’র মতো প্রোজেক্ট। অন্যদিকে, দম ফেলার ফুরসৎ নেই ভিকিরও। তাঁর হাতেও এখন 'গোবিন্দ নাম মেরা', 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি'র মতো একাধিক ছবি। 

বায়োস্কোপ খবর

Latest News

২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী? Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'মণ্ডপের আকার যতই বড় হোক লাভ কী…', দুর্গাপুজো নিয়ে ঠিক কী বললেন লিলি চক্রবর্তী? পিতৃ শ্রাদ্ধে নিষিদ্ধ এই ৩ জিনিস, মেনে চলুন শ্রাদ্ধের বিধি, তবেই মিলবে পিতৃ কৃপা ‘প্রত্যেক মেয়েই দুর্গা!’ RG করের নির্যাতিতাকে নিয়ে শানের পুজোর গান দুর্গতিনাশিনী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.