সামাজিক মাধ্যমে বড়সড় সারপ্রাইজ দিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। একরত্তিকে কোলে নিয়ে প্রথমবার এলেন প্রকাশ্যে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন ভিডিয়ো। অভিনেত্রীর কোলে সদ্যোজাত দেখে স্বভাবতই একগাদা প্রশ্ন নেট-নাগরিকদের মনে! তিনি তো অবিবাহিত, তাহলে কার সন্তান এটা!
ছবিতে দেখা গেল কালো-সাদা স্ট্রাইপের একটি পোশাক তাঁর গায়ে। একদৃষ্টে তাকিয়ে আছেন বাচ্চাটির দিকে। আর খুদের গায়ে রং বেরঙের একটি জামা। ভাবছেন কে এই ছোট্ট বাচ্চাটি? তা অবশ্য স্পষ্ট হল ক্যাপশন থেকেই। যেখানে লেখা, ‘এই নারীদিবসে আমি কিছু বলতে চাই। আমার প্রিয়বন্ধুকে কিছু জানাতে চাই। এটাই বলতে চাই যে, মাসি হতে পাওয়ার এই সৌভাগ্য করে দেওয়ার জন্য ধন্যবাদ। নিজের সন্তানের মতো আমি সিম্বাকে সারাজীবন ভালবেসে যাব।’
আরও পড়ুন: ‘একজন সত্যিকারের পুরুষ…’! রিসেপশনের ছবি দেওয়ার নামে, বিয়ে-বিতর্কে সাফাই দিলেন শ্রীময়ীর কাঞ্চন?
অভিনয়ের সূত্রে, কৌশানিকে শেষ দেখা গিয়েছে আবার প্রলয় ওয়েব সিরিজে, রাজ চক্রবর্তীর পরিচালনায়। মেইন স্ট্রিম ছবিতে কাজ করা কৌশানি বেশ বড়সড় চ্যালেঞ্জ নিয়েছিলেন। যা পছন্দও হয় দর্শকদের। আপাতত একটি বাংলাদেশি সিনেমার কাজ করছেন তিনি। এদিকে বনি এখন ব্যস্ত সিসিএলের ম্যাচ নিয়ে। যিশুর অধিনায়কত্বে খেলছেন বেঙ্গল টাইগার্সে।
আরও পড়ুন: ইয়ালিনির বয়স মাত্র ৩ মাস! বললেন, ‘খুব জলদি কোলে আসবে সন্তান’, তৃতীয়বার মা হচ্ছেন শুভশ্রী?
মাঝে রটেছিল, খুব জলদি নাকি বিয়ের পিঁড়িতে বসবেন কৌশানি। গলায় মালা দেবেন দীর্ঘদিনের প্রেমিক বনির। লোকসভা ভোট মিটলেই এক হবে চার হাত। তবে পরে অভিনেতা নিজেই উড়িয়ে দেন সেই খবর। সংবাদমাধ্যমকে বনি জানান, আপাতত বিয়ে হচ্ছে না তাঁদের। ২০২৪ সালেও বিয়ে হওয়ার কোনও সম্ভাবনাই নাকি নেই। একেবারে বলিউডি কায়দায় বিয়েটা করবেন। তাই এই বছর অন্তত ছাদনাতলায় যাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

কিছুদিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল কৌশানির। যেখানে দেখা গিয়েছিল, বাংলাদেশের সংবাদমাধ্যম কৌশানিকে প্রশ্ন করছেন, ‘মামা হব কবে?’ ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিংয়ে ওপার বাংলায় গিয়েছিলেন। এরকম প্রশ্নে অবাক হয়ে তিনি জবাব দেন, ‘মা একি! বিয়ে হল না, এদিকে বাচ্চার কথা। আমাদের কলকাতার সাংবাদিক বন্ধুরাও বলে, বিয়ে কবে খাব। আমি ওদের বলি, জন্মদিনে আছে, খাইয়ে দেব তোদের।। বিয়েটাই হল না, তোমরা আরও দূরে চলে গিয়েছ।’