জমে উঠেছে কৌন বনেগা ক্রোড়পতি (KBC-15)র ১৫ তম সিজন। সেখানেই বিভিন্ন পর্বে নানান মজাদার কথা শেয়ার করতে দেখা যাচ্ছে বিগ বি অমিতাভ বচ্চনকে। সম্প্রতি Big B-তে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যাচ্ছে, মেয়েদের সঙ্গে শপিং করা নাকি সব থেকে বিরক্তিকর কাজ। সঙ্গে মজাদার ডায়েট প্ল্যানও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।
এবার KBC-15-এর হট শিটে দেখা যাবে অসমের গুয়াহাটির বাসিন্দা সোনাল মাহনত। প্রতিযোগিতা চলাকালীন সোনাল Big Bকে প্রশ্ন করেন, 'স্যার, আমি আপনাকে কিছু জিগ্গেস করতে চাই। আপনার ফিটনেসের প্রতিকৃতি যেমন আমরা সবাই জানি। আপনি এই বয়সেও আপনার শরীর ফিট রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন, আমার স্বামী, তিনি একটি ফ্যামিলি প্যাক নিয়ে ঘুরছেন! সে সব সময় জাঙ্ক ফুড খেতে চায়। ‘কচোরি’, সামোসা এবং মাঝে মাঝে ‘ভুজিয়া’। অনুগ্রহ করে আপনার খাদ্য পরিকল্পনা বা তাকে সাহায্য করার জন্য কিছু টিপস শেয়ার করুন।
এমন কথা শুনে অমিতাভ সোনালের স্বামীর দিকে ফিরে বলেন: 'স্যার, পরের বার যখন আপনি কচোরি এবং সমোসা খাবেন, দয়া করে আমার সঙ্গে শেয়ার করবেন। আমি বড়ই ভালোবাসি! যে যা চায় তাই বলুক। যা খুশি খাও। আমি আপনাকে জানাতে চাই যে বেনারসে যে কচোরি পাওয়া যায় তা সবথেকে সুস্বাদু। আমরা একদিন সেখানে একসঙ্গে যাব এবং কচোরি এবং সামোসা খাব।'
আরও পড়ুন-তিক্ততার সঙ্গে ভেঙেছিল ২য় বিয়ে, অতীত ভুলে ফের বিয়ে করছেন শুভশ্রীর দিদি দেবশ্রী?
বিগ বি-র এমন কথায় তাজ্জব বনে যান প্রতিযোগী সোনাল। এরপর অমিতাভ তাঁকে বলেন, ‘আর কিছু আছে? আপনি কি চান উনি ফিট থাকুন? তাহলে ওঁকে বলুন আপনার সঙ্গে দৌড়াতে’।
এরপর সোনাল মাহাত অমিতাভ বচ্চনের কাছে অভিযোগ করেন, ‘স্যার, আমি জানাতে চাই যে উনি কচোরি এবং জলখাবার খাবেন, তারপর ঘুমতে চান, তবে আমি কেনাকাটা করতে চাই। উনি নিজের জন্য কিছু কিনতে চান না। তাই, উনি আমাকে কেনাকাটা করতে পাঠান এবং ভালো সময় কাটানোর জন্য বলেন।’
এরপর BIG B ফের প্রতিযোগী সোনালের স্বামীকেই সমর্থন করে বলেন ‘তিনি ঠিক কাজ করছেন। খাওয়ার পর উনি তন্দ্রা অনুভব করেন। কেনাকাটার জন্য মহিলাদের সঙ্গে যাওয়ার চেয়ে বিরক্তিকর কাজ আর নেই! বিশ্বাস করুন, কি ঠিক বলছি! ’
এখানেই শেষ নয়, এরপরেও অমিতাভ বচ্চন মেয়েদের শপিং করার ব্যাখ্যা দিয়ে বলেন, 'ছেলেরা কোনও একটা দোকানে যাবে, কী কী রয়েছে সেটা দেখেই জিগ্গেস করবেন। এটা কত? তারপর বলবেন ঠিক আছে, আমি এটা নিয়ে নেব। কয়েক মিনিটের মধ্যেই কেনাকাটা শেষ হয়ে যায়। তবে মহিলারা গেলে বলবেন, আমাকে ওইটা দেখান। দোকানদার তাদের দেখান। এরপর তাঁরা দোকানদারকে বলবেন, ওটা কেমন? তারপর দোকানদার তাঁকে একটা লম্বা শাড়ি দেখাবেন। তো উনি বলবেন ওটা কী? আমাকে দেখান, দয়া করে। তিনি তার কাছে থাকা সমস্ত নাড়াচাড়া করে বলবেন।ঠিক পছন্দ হল না।' তারপর মহিলারা কিছু না কিনেই চলে যান।'
অমিতাভ বচ্চনের কথায়, ‘মহিলা ক্রেতারা এমনই পুরো দোকান উল্টে পাল্টে দিয়ে তারপর চলে যান। পরের বার যখন আপনি (সোনালের স্বামীর উদ্দেশ্যে বলেন) ওর সঙ্গে কেনাকাটা করতে যাবেন, অনুগ্রহ করে দোকানের ভিতরে চেয়ারে বসে ঘুমাবেন’।