পায়ে গুরুতর চোট, তার মধ্যেই নতুন ছবিতে হাত দিলেন পরিচালক সুদীপ্ত সেন। কেরালা স্টোরির তুমুল সাফল্যের পর এখন তিনি শুটিং করছেন বস্তার দ্য নক্সাল স্টোরি। বিপুল অমৃতলাল শাহ এই ছবির প্রযোজনা করছেন। পায়ে চোট নিয়ে শত প্রতিকূলতার মধ্যেও এই ছবির কাজ শুরু করলেন সুদীপ্ত সেন।
সূত্রের তরফে জানানো হয়েছে, 'গত ১৫ দিন ধরে বস্তারের শুটিং চলছে। সুদীপ্ত সেন যেহেতু কথা দিয়েছিলেন তিনি সেটা রেখেই জোর কদমে এই ছবির কাজ করে চলেছেন। দুই পায়ে লেগ ব্রেস পরে, পায়ে চোট নিয়েও কেবল মাত্র মনের জোরে কাজ করছেন তিনি। শুটের যে গতি সেটা বজায় রেখেছেন। এখান থেকেই প্রমাণিত যে তিনি কাজটি কতটা মন দিয়ে করছেন।'
আরও পড়ুন: KIFF-এর গুরুদায়িত্ব এবার প্রসেনজিতের কাঁধে, 'দিদি'র আমন্ত্রণে অতিথি হিসেবে আসছেন শাহরুখ-সলমনও
আরও পড়ুন: টাইগার-৩-তে পাঠানের ক্যামিয়ো ভাইরাল হতেই শাহরুখ-সলমন ফ্যানদের মধ্যে হ্যাশট্যাগের লড়াই
এই ছবিতেও মুখ্য ভূমিকায় থাকবেন আদা শর্মা। দ্য কেরালা স্টোরির পর আবার এই ছবিতে জোট বাঁধছেন বিপুল অমৃতলাল, আদা এবং সুদীপ্ত। কেরালা স্টোরিতেও প্রযোজক, অভিনেতা এবং পরিচালক হিসেবে তাঁরাই ছিলেন। বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল এই ছবি। উঠে এসেছিল চর্চায়। তাঁদের এই নতু ছবির নাম বস্তার: দ্য নক্সাল স্টোরি। সানশাইন পিকচার্সের ব্যানারে আসবে এই ছবি। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ৫ এপ্রিল মুক্তি পাবে এটি।
দ্য কেরালা স্টোরি
২০২৩ সালে মুক্তি পায় দ্য কেরালা স্টোরি। ছবিটি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। একাধিক রাজ্যে ব্যান পর্যন্ত করে দেওয়া হয় এই ছবিকে। অভিনয়ে ছিলেন আদা শর্মা সহ একাধিক অভিনেতা।
প্রসঙ্গত কানাঘুষোয় শোনা যাচ্ছে, এই ছবির পর সুদীপ্ত সেন আগামীতে সাহারা ইন্ডিয়ার প্রধান সুব্রত রায়ের বায়োপিক নিয়ে আসবেন। সম্প্রতি ইহজগৎ ত্যাগ করেছেন সুব্রত রায়।