বাংলা নিউজ > বায়োস্কোপ > ব্রহ্মাস্ত্রর গুঁতোয় ভাঙল স্পটিফাইয়ের সব রেকর্ড, কেসারিয়ার সুরে মুগ্ধ আপামর ভারতবাসী

ব্রহ্মাস্ত্রর গুঁতোয় ভাঙল স্পটিফাইয়ের সব রেকর্ড, কেসারিয়ার সুরে মুগ্ধ আপামর ভারতবাসী

কেসারিয়ার সুরে মুগ্ধ আপামর ভারতবাসী

Kesariya: আলিয়া-রণবীর ম্যাজিক নাকি সুরের মূর্ছনা না কথার জাদু জানা নেই, তবে আপাতত তাঁদের জুটির প্রথম ছবি ব্রহ্মাস্ত্র গড়ে ফেলল নতুন রেকর্ড! স্পটিফাইয়ের চিরকালীন রেকর্ড গড়ল এই ছবির গান কেসারিয়া।

গতবছর এমনই হিট করেছিল ব্রহ্মাস্ত্র। ২০২২ সালের অন্যতম হিট ছবি ছিল এটি। এবার আরও একটি নতুন খেতাব, নতুন জয়ের পালক জুটল এই ছবির কপালে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির গান কেসারিয়া সব থেকে চার্টবাস্টার গানের খেতাব পেল। ভেঙে খান খান করে দিল সব রেকর্ড। এমনই গানটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর সেটা যে কতটা তার প্রমাণ মিলল এবার স্পটিফাইয়ে। ভেঙে গেল আগের সব রেকর্ড।

স্পটিফাইয়ে সব থেকে বেশি বার শোনা ভারতীয় গান হিসেবে রেকর্ড করল ব্রহ্মাস্ত্রর কেসারিয়া। লেটস সিনেমার তরফে জানানো হয়েছে এই গানটি সব থেকে বেশি বার শোনা হয়েছে স্পটিফাইয়ে। বর্তমানে এই গানটি ২৯০ মিলিয়ন বারেরও বেশি বার এখানে শোনা হয়েছে, শুধু তাই নয়, এখনও এটা ট্রেন্ডিং লিস্টের উপরেই থাকে।

এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী। গানটি কম্পোজ করেছেন প্রীতম এবং লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। এই গানের ভিডিয়োতে পর্দায় রোম্যান্স করতে দেখা গিয়েছে রণবীর এবং আলিয়াকে। গানটির কথা থেকে সুর সবটাই মনে এবং কানকে আলাদা প্রশান্তি দেয়।

ইউটিউবে এই গানটির আসল ভার্সনটি ৪৫০ মিলিয়নেরও বেশি বার শোনা হয়েছে। গানটি গত বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল সোনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে। অন্যদিকে এই গানের যে ড্যান্স মিক্স ভার্সন আছে সেটা ৫০০ মিলিয়নের বেশি বার শোনা হয়েছে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এই ছবির পরের ভাগ দুটি কবে মুক্তি পাবে সেই কথা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা। প্রায় পাঁচ বছর সময় ধরে তৈরি হয়েছিল সেই সিনেমা। অয়ন জানিয়েছেন ব্রহ্মাস্ত্র (Brahmastra trilogy) পার্ট ২ আর থ্রি-র শ্যুট করা হবে একসঙ্গে। অয়ন নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন ব্রহ্মাস্ত্র ২ মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বর মাসে। আর ব্রহ্মাস্ত্র ৩ আসবে ২০২৭ সালের ৩ ডিসেম্বর।

বায়োস্কোপ খবর

Latest News

‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের? মেয়ের সুবিচারের দাবিতে পুজোর ৪ দিন ধরনায় বসতে চলেছেন RG করের নির্যাতিতার বাবা মা কোরানেই রয়েছে শান্তি ফেরানোর চাবিকাঠি, সকলকেই মুসলমান হতে হবে: জাকির নায়েক ‘বিয়ে দিয়ে দেবে নাকি?’ বাড়িতে দুম করে হাজির অতিথি! চিন্তায় পড়ে গেলেন শ্রাবন্তী জাতীয় শিবিরে সাহালকে ছাড়া হচ্ছে না, জানালেন মোলিনা! ৬ ফুটবলার ছাড়ার সিদ্ধান্ত…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.