বাংলা নিউজ > বায়োস্কোপ > Khadan Actress: খাদান-এ একইসঙ্গে দেবের মা আর স্ত্রী? বিচ্ছেদের পর বাংলা ছবিতে মুম্বইয়ের নায়িকা

Khadan Actress: খাদান-এ একইসঙ্গে দেবের মা আর স্ত্রী? বিচ্ছেদের পর বাংলা ছবিতে মুম্বইয়ের নায়িকা

এবার দেবের নায়িকা বরখা  

Khadan Actress: ১৪ বছর পর প্যায়ারেলাল-এর কাছে ফিরছেন এই সুন্দরী! দেবের খাদান-এ ইধিকার পাশাপাাশি দেখা মিলবে মুম্বই খ্যাত নায়িকার। 

নতুন বছরের প্রথমদিনই সুখবর দিয়েছিলেন দেব। প্রধান-এর সাফল্যের মাঝেই ‘খাদান’-এর ঘোষণা সেরেছেন টলিউড সুপারস্টার। আপতত টেক্কার শ্যুটিংয়ে ব্যস্ত নায়ক, তবে সেরে ফেলেছেন পরিচালক সঞ্জয় রিনো দত্তের ছবির লোকেশনে রেইকির কাজ। এবার এই ছবি নিয়ে সামনে এল হাতে গরম আপটেড!

খাদান-এ দেবের নায়িকা হতে চলেছেন ইধিকা পাল, এটা তো ছবি ঘোষণার আগেই শোনা গিয়েছিল। তবে এবার সামনে এলেন দেবের নতুন নায়িকা। 'খাদান' ছবিতে চমকের শেষ নেই। এই ছবিতে ডবল রোলে দেখা যাবে দেবকে। একইসঙ্গে বাবা এবং ছেলে দুই চরিত্রে টলি তারকা। এবার জানা যাচ্ছে ছবিতে ‘বুড়ো’ দেবের সঙ্গিনী হবেন বরখা বিশত। হ্যাঁ, খাদান-এর হাত ধরেই নাকি দীর্ঘ সময় পর বাংলা ছবির পর্দায় ফিরছেন মুম্বইনিবাসী এই নায়িকা।

<p>দেবের নায়িকা বরখা </p>

দেবের নায়িকা বরখা 

বাংলার সঙ্গে বরখার যোগসূত্র এখন অনেকেটাই আলগা। অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের প্রাক্তন স্ত্রী তিনি। গত কয়েক বছরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে বিরাট বদল এসেছে। তবে হিন্দি ছবি বা সিরিজে কাজ জারি রেখেছেন তিনি। কিন্তু বাংলার পর্দায় অনেকদিন ধরেই গায়েব বরখা।

খবর, খাদানে অল্প বয়সি দেবের সঙ্গে রোম্যান্স করবেন ইধিকা, ওদিকে বেশি বয়সের অর্থাৎ বাবার চরিত্রের বিপরীতে থাকছেন বরখা। খুব সম্ভবত একইসঙ্গে দেবের স্ত্রী এবং মা হিসাবে দেখা যাবে তাঁকে। তেমনটা ঘটলে নিঃসন্দেহে জওয়ানের দীপিকার কথা মনে পড়বে অনেকের।

দেব-বরখার যুগলবন্দি কিন্তু এই প্রথম নয়। এর আগে দুই পৃথিবী ছবিতে আইটেম নেচেছিলেন বরখা। ‘প্যায়ারেলাল’ গানে দেব-বরখার ঠুমকা আজও ভোলেনি দর্শক। সেই প্রেমের নেশা ১৪ বছর পর নতুন কোন রঙ লাগাবে, তা দেখতে নিঃসন্দেহে আগ্রহী দর্শক।

খাদান-এর প্রেক্ষাপট কয়লা খনির অঞ্চলের সামাজিকজীবন ও রাজনীতি। এই ছবিতে বিশেষ দুই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্তের কাছে, তবে তাঁরা সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

২০০৮-র ১ মার্চ সাতপাকে বাঁধা পড়েছিলেন ইন্দ্রনীল-বরখা। ২০২১ সালে দুজনের বিচ্ছেদের চর্চা সামনে আসে। বছর খানেক পরে বরখা সেই গুঞ্জনে সিলমোহর দেন। আইনি বিচ্ছেদ হয়েছে দুজনের, তাঁদের একমাত্র মেয়ে বরখার সাথেই থাকে। 

 ‘আমি সুভাষ বলছি’, ‘ভিলেন’ এবং ‘ব্ল্যাক’ এ মতো ছবিতে বরখাকে দেখেছে বাঙালি দর্শক। অর্জুন দত্ত পরিচালিত ‘শ্রীমতী’ ছবিতে (২০২২) সোহমের বস হিসাবে দর্শক দেখেছিল তাঁকে, তারপর  টলিউড থেকে কিছুটা দূরত্বই বজায় রেখেছিলেন ইন্দ্রনীলের প্রাক্তন। 

বায়োস্কোপ খবর

Latest News

বৃষ্টিতে ভিজেও চলছে ডাক্তারদের আন্দোলন, এরই মাঝে 'বড় পদক্ষেপ' সরকারের ভক্তদের জন্য সুখবর, চোটের কবলে পড়ে দু'মাস বাইরে থাকার পরে মাঠে ফিরছেন মেসি নাটকীয় জয় সামারসেটের, ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন ব্যান্টনের ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.