করণ জোহরের ছবিতে অভিনয় করছেন ইব্রাহিম আলি খান এবং খুশি কাপুর। এর আগেই করণের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন ইব্রাহিম। এবার সইফ পুত্র এবং শ্রীদেবীর ছোট মেয়েকে নিয়ে রোম্যান্টিক কমেডি ঘরানার ছবি আনতে চলেছেন করণ। ইতিমধ্যে শুরু হয়েছে সেই ছবির শ্যুটিং।
ছবির শ্যুটিং ফ্লোর থেকে ইব্রাহিম এবং খুশির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে, চারিদিকে লাইট-ক্যামেরা, ফ্লোরে শ্যুটিং চলছে আর ক্যামেরার সামনে অভিনয় করছেন ইব্রাহিম-খুশি। দুজনেই নিজেদের কাজে মগ্ন। ফ্লোর থেকে সেই ভিডিয়ো তোলা হয়েছে। দিল্লিতে সুন্দর নার্সারিতে হয়েছে শ্যুটিং। আরও পড়ুন: মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী, সুকান্তরা, খোঁজ নিলেন রুদ্রনীল, কী জানালেন মিমো
বলিউডের একাধিক তারকার জীবনে ‘লাভ গুরু’র ভূমিকা পালন করেছেন করণ। তবে এবার যা হচ্ছে সবই বড়পর্দার খাতিরে। করণের প্রযোজনায় তৈরি ‘সরজমিন’ ছবির মাধ্যমেই ইব্রাহিমের বলিউড সফর শুরু হবে। আর তাতেই ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে খুশি কাপুরকে। এই ছবিটির পরিচালকের আসনে শাওনা গৌতম। আরও পড়ুন: ৬০ বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন, কেন তাঁকে বিয়ে করলেন, জানালেন ১৮-র তিশা
খুশির অভিনয় সফর অবশ্য জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে। ছবিতে বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন শাহরুখকন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে।
প্রসঙ্গত, এই ছবির শ্যুটিং কিছু দিন আগেই শুরু হয়েছে। সেই সময় পরিচালক শাওনা গৌতমের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন করণ। ছবিতে শাওনাকে ক্লিপবোর্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। সেই ক্লিপবোর্ডে লেখা চলো শুরু করা যাক, ডে ওয়ান। সেই বোর্ডের করণের ধর্মাটিক এন্টারটেইনমেন্টের লোগো দেখা গিয়েছে। সঙ্গে যে ওটিটি মাধ্যমে এই ছবিটি মুক্তি পাবে সেটার লোগো দেখা গিয়েছে, নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।
করণ এদিন এই ছবিটির ক্যাপশনে লেখেন, ‘আমার অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ রইল শাওনা গৌতম তম জন্য। তোমার প্রথম পরিচালিত ছবির প্রথম দিন। একটা বড় দিন। একটা আজীবনের স্মৃতি’।
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কাজল। এর আগে একটি সূত্র হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিল, ‘অবশ্যই সে (ইব্রাহিম) সবাইকে সইফ আলি খানের কথা মনে করিয়ে দেয়। যখন সে সেটে আসে, তখন মনে হয় ২০ বছর আগের সইফ ঢুকে পড়েছে। তিনি তার বাবার সত্যিকারের কার্বন কপি। এই সিনেমায় কাজলের চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ।’