শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। একটি ছবির শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
শোনা যাচ্ছে, ইস্কিমিক স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর। স্ট্রোককে ব্রেন অ্যাটাকও বলা হয়। স্ট্রোক হলে মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই একে বলে ইস্কেমিক স্ট্রোক। অভিনেতার বয়স ৭৩ বছর। মহাগুরু কেমন আছেন, চিকিৎসকরা কী বলছেন জানার জন্য মুখিয়ে আছেন তাঁর অগণিত ভক্তরা। খবর শুনে অনেকেই আরোগ্য় কামনা করেছেন।
শাস্ত্রী ছবির শ্য়ুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে। এ দিন অভিনেতার অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন টলিপাড়ার একাধিক তারকা। অভিনেতার এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয় তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। আরও পড়ুন: ৬০ বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন, কেন তাঁকে বিয়ে করলেন, জানালেন ১৮-র তিশা
অভিনেতা দেখতে এসে অভিনেত্রী দেবশ্রী রায় জানান, ‘এখন ভালো আছে। আজই মিঠুন চক্রবর্তীকে কেবিনেটে স্থানান্তরিত করা হবে। অসুস্থতার খবর পেয়ে অত্যন্ত শকিং লেগেছিল আমার। এখন ঠিক আছে। কথাও হয়েছে আমার সঙ্গে।’ অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, ‘মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।’ তাঁর প্রযোজিত ছবির জন্যই বর্তমানে কলকাতায় রয়েছেন মিঠুন।
মিঠুন-পুত্র মিমো মুম্বই থেকেই জানিয়েছেন, ‘বাবা সুস্থ রয়েছেন। তাঁর রুটিন চেকআপ চলছে। সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’। পুত্রবধূ মাদলশা শর্মাও একই কথা জানিয়েছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে।
রুদ্রনীল আপাতত জয়পুরে শ্যুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই ফোনে মিঠুনের খোঁজ নিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘মিঠুনদার ব্যক্তিগত ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। সকালে একটু অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে’। মিঠুনদাকে দেখতে হাসপাতালে যান রাজ চক্রবর্তীও।
এদিন ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরে মনখারাপ ছোট্ট অনুমেঘারও। মায়ের থেকে কাবুলিওয়ালার অসুস্থতার কথা শুনেছে সে। মনের ইচ্ছের কথা জানিয়ে বলেছে, একটিবার দেখতে যেতে চায় সে কাবুলিওয়ালাকে। ছোট্ট অনুমেঘা বলেছেন, ‘কাবুলিওয়ালা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমরা আবারও তাহলে তাড়াতাড়ি শ্যুটিং শুরু করতে পারব।’
‘শাস্ত্রী’ সিনেমায় মিঠুন-দেবশ্রী জুটিকে দেখা যাবে। মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল ব্যক্তিত্বরা তড়িঘড়ি ছুটে গিয়েছেন হাসপাতালে, বঙ্গবিজেপির তরফে মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে এসেছেন সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তাঁর আগামী ছবি শাস্ত্রীর শ্যুটিংয়ের জন্য। এই ছবিটি জ্যোতি শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। ছবিতে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেখা যাবে দেবশ্রী রায়কে।