বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty Health Update: মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী, সুকান্তরা, খোঁজ নিলেন রুদ্রনীল, কী জানালেন মিমো

Mithun Chakraborty Health Update: মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী, সুকান্তরা, খোঁজ নিলেন রুদ্রনীল, কী জানালেন মিমো

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty Health Update: হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ১০টা নাগাদ ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মিঠুনকে। তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম। মিঠুনকে দেখতে হাসপাতালে গেলেন কারা? 

শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। একটি ছবির শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁকে নিয়ে হাসপাতালে যান তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

শোনা যাচ্ছে, ইস্কিমিক স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর। স্ট্রোককে ব্রেন অ্যাটাকও বলা হয়। স্ট্রোক হলে মস্তিষ্কের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই একে বলে ইস্কেমিক স্ট্রোক। অভিনেতার বয়স ৭৩ বছর। মহাগুরু কেমন আছেন, চিকিৎসকরা কী বলছেন জানার জন্য মুখিয়ে আছেন তাঁর অগণিত ভক্তরা। খবর শুনে অনেকেই আরোগ্য় কামনা করেছেন। 

শাস্ত্রী ছবির শ্য়ুটিং চলাকালীন অভিনেতা অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে। এ দিন অভিনেতার অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন টলিপাড়ার একাধিক তারকা। অভিনেতার এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয় তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। আরও পড়ুন: ৬০ বছরের মোস্তাকের মধ্যে কোন জিনিস দেখেছেন, কেন তাঁকে বিয়ে করলেন, জানালেন ১৮-র তিশা

অভিনেতা দেখতে এসে অভিনেত্রী দেবশ্রী রায় জানান, ‘এখন ভালো আছে। আজই মিঠুন চক্রবর্তীকে কেবিনেটে স্থানান্তরিত করা হবে। অসুস্থতার খবর পেয়ে অত্যন্ত শকিং লেগেছিল আমার। এখন ঠিক আছে। কথাও হয়েছে আমার সঙ্গে।’ অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, ‘মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।’ তাঁর প্রযোজিত ছবির জন্যই বর্তমানে কলকাতায় রয়েছেন মিঠুন।

মিঠুন-পুত্র মিমো মুম্বই থেকেই জানিয়েছেন, ‘বাবা সুস্থ রয়েছেন। তাঁর রুটিন চেকআপ চলছে। সুগার লেভেল পরীক্ষা করানোর জন্যই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে’। পুত্রবধূ মাদলশা শর্মাও একই কথা জানিয়েছেন সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে।

রুদ্রনীল আপাতত জয়পুরে শ্যুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই ফোনে মিঠুনের খোঁজ নিয়েছেন তিনি। জানিয়েছেন, ‘মিঠুনদার ব্যক্তিগত ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে। সকালে একটু অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে’। মিঠুনদাকে দেখতে হাসপাতালে যান রাজ চক্রবর্তীও।

এদিন ‘কাবুলিওয়ালা’ মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরে মনখারাপ ছোট্ট অনুমেঘারও। মায়ের থেকে কাবুলিওয়ালার অসুস্থতার কথা শুনেছে সে। মনের ইচ্ছের কথা জানিয়ে বলেছে, একটিবার দেখতে যেতে চায় সে কাবুলিওয়ালাকে। ছোট্ট অনুমেঘা বলেছেন, ‘কাবুলিওয়ালা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমরা আবারও তাহলে তাড়াতাড়ি শ্যুটিং শুরু করতে পারব।’

‘শাস্ত্রী’ সিনেমায় মিঠুন-দেবশ্রী জুটিকে দেখা যাবে। মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল ব্যক্তিত্বরা তড়িঘড়ি ছুটে গিয়েছেন হাসপাতালে, বঙ্গবিজেপির তরফে মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে এসেছেন সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তাঁর আগামী ছবি শাস্ত্রীর শ্যুটিংয়ের জন্য। এই ছবিটি জ্যোতি শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। ছবিতে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেখা যাবে দেবশ্রী রায়কে।

বায়োস্কোপ খবর

Latest News

বিস্কুট-ক্রিম রোলে বিপদ! ৩ সংস্থা-বেকারিকে উৎপাদন বন্ধের নির্দেশ প্রশাসনের ওড়িশার থেকেও কমে গেল বাংলার মাথাপিছু আয়! ৬০-র দশকে দেশের গড়ের চেয়েও বেশি ছিল দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠের মন্দির কতক্ষণ খোলা থাকে?ভোগ খাওয়ার ইচ্ছা? রইল কিছু তথ্য ভরপেট খাইয়ে গণপিটুনি দিয়ে খুন সর্বহারা ভবঘুরেকে, নৃশংস ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানিপুরি নাকি ফুচকা, KBC-তে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট দিলেন কাকে? বন্যার আগেই বুঝে যাবে কেন্দ্র, ১৯০টি হ্রদের নীচে বসবে বিশেষ সিস্টেম গয়নার দোকানের কর্মী মিলনের রাজকীয় উত্থান, গ্রেফতার কাউন্সিলরকে নিয়ে লোকে বলছে… বিয়ের পর ছবির পোস্টেরে বচ্চন নয় ভাদুড়ী পদবী ব্যবহার করেছিলেন জয়া,কী বলেন অমিতাভ ময়ূরীর পারফরমেন্স নিয়ে সারেগামাপায় জাভেদের সঙ্গে বাগযুদ্ধ ইমন-রাঘবের, কেন? ভারতের আরও এক প্রাক্তন কোচকে জালে তুলল রাজস্থান, জুটি বাঁধছেন দ্রাবিড়ের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.