খুশি কাপুর সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি জিগ-জ্যাগ টপ এবং কাট-আউট স্কার্ট পরে ছবি শেয়ার করেছেন। তাঁর বোল্ড লুকে ঘায়েল নেটিজেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে, বলিউডে পা রাখার জন্য একেবারে প্রস্তুত সে।
1/6জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করবেন বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর। অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি। নেটমাধ্যমে দারুণ সক্রিয় তিনি। অজস্র অনুরাগী। সম্প্রতি কালো পোশাকে বোল্ড ফটোশ্যুটে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। (ছবি ইনস্টাগ্রাম)
2/6এই সাহসী পোশাকটি আন্তর্জাতিক লেবেল MÔNOT-এর। খুশি কাপুর দ্য জুয়েল ফ্যাক্টর থেকে হাতে মোটা মোটা চুড়ি পরেছেন।
3/6খুশি কাপুরের ঘনিষ্ঠ বন্ধু সুহানা খান তাঁর লেটেস্ট ছবি দেখে প্রশংসা করেছে। কমেন্টে লিখেছে. 'আশ্চর্যজনক'। করিশ্মা কাপুর এবং দীপিকা পাড়ুকোনের মতো তারকারা তাঁর ছবিতে ভালোবাসা মুড়ে দিয়েছে।
4/6বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট চান্দিনি ওয়াবি খুশির এই স্টাইল করেছেন। ফটোগ্রাফার সাশা জয়রাম এই ছবি তুলেছে।
5/6নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে খুশির লেটেস্ট ফটোশ্যুটগুলি। ছবিতে নিজের টোনড ফিগার ফ্লন্ট করতে দেখা গিয়েছে তাঁকে।
6/6জোয়া আখতারের সিনেমা ‘আর্চি কমিক্স’-এর বলিউড রিমেক 'দ্য আর্চিস'। নেটফ্লিক্সের অ্যাকশন মিউজিক্যাল ‘দ্য অর্চিস’ ১৯৬০-এর প্রেক্ষাপটে তৈরি। কমিক বইয়ের চরিত্র আর্চি অ্যান্ড্রুজ এবং তাঁর বন্ধুদের এখন ওটিটি প্ল্যাটফর্মে ভারতীয় ছবির সংস্করণে দেখা যাবে। ছবিতে বেটির চরিত্রে দেখা যাবে খুশিকে।