বাংলা নিউজ > বায়োস্কোপ > Kiara Advani Pregnancy rumors: বিয়ের আগেই প্রেগন্যান্ট কিয়ারা? টুইটে ইঙ্গিত কেআরকে-র! নেটিজেনরা ধুয়ে দিল

Kiara Advani Pregnancy rumors: বিয়ের আগেই প্রেগন্যান্ট কিয়ারা? টুইটে ইঙ্গিত কেআরকে-র! নেটিজেনরা ধুয়ে দিল

কেআরকে-র বিতর্কিত টুইট

KRK hints Kiara Advani Pregnant: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বলিউডের নতুন বহুরানি, টুইটে দাবি কেআরকে-র। কিয়ারা চুপ থাকলেও মোক্ষম জবাব দিলে অনুরাগীরা। 

বিতর্ক আর কমল রশিদ খান, এই দুটো বলিউড প্রেমীদের কাছে সমার্থক শব্দ। টুইটে আলটপকা মন্তব্য করে জেলেও যেতে হয়েছে কেআরকে-কে, তবু ‘কুকুরের লেজ’-এর মতো কেআরকের টুইটও সোজা হওয়ার নয়! আলোচনায় থাকতে বলিউড তারকাদের নিশানায় নেন তিনি। তাঁর নতুন টার্গেট সদ্যবিবাহিতা কিয়ারা আডাবানি, বা বলা ভালো বলিউডের সেলেব ওয়েডিং।

পরোক্ষে কেআরকে দাবি করে বসলেন বিয়ের আগেন নাকি অন্তঃসত্ত্বা কিয়ারা। টুইটারে তিনি লেখেন, ‘বলিউডের নতুন ট্রেন্ড হল প্রথমে অন্তঃসত্ত্বা হও, তারপর বিয়ে কর। সূত্র মারফত জানা যাচ্ছে, বলিউডের সাম্প্রতিক বিয়েরও এটাই ফর্মুলা। বেশ ভালো’।

এ কথা কারুর অজানা নয় সম্প্রতি বলিউডের কোন বিয়ে ঘিরে চলছে এত চর্চা! গত ৭ই ফেব্রুয়ারি জয়সলমেরের সূর্যগড় দূর্গে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। রবিবারই ছিল জুটির বিয়ের গ্র্যান্ড রিসেপশন। আনন্দ আর সেলিব্রেশনের মাঝে তাল কাটল কেআরকে-র টুইট।

কেআরকে-এর কুরুচিকর টুইটে নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। এমনিতেই বলিউড সেলেবদের সঙ্গে আদায়-কাঁচাকলায় সম্পর্ক তাঁর। সিড-কিয়ারার রিসেপশনের আনন্দ মাটি করতেই এমন টুইট কেআরকে-র দাবি জুটির ভক্তদের। সিদ্ধার্থ বা কিয়ারার কেউই এ বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি। তবে কেআরকে-কে ছেড়ে দেওয়ার পাত্র নন অনুরাগীরা। নেটিজেনরা ধুয়ে দিয়েছে এই স্বঘোষিত ফিল্ম সমালোচক তথা ‘দেশদ্রোহী’ সিনেমার নায়ককে। একজন কটাক্ষের সুরে লেখেন, ‘এবার আপনি নিজে অন্তঃসত্ত্বা হয়ে দেখুন না’। কেউ কেউ কেআরকে-কে ‘বদ্ধউন্মাদ’ বলে বিদ্রুপ করেছেন। কেউ কেউ আবার কেআরকে-র এক্সক্লুসিভ খবরের সূত্র জানতে চেয়েছে।

যদিও কেআরকে একা নন, কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। আসলে বিয়ের জন্য জয়সলমের উড়ে যাওয়ার সময় গোলাপি ওড়নায় শরীর ঢেকে ছিলেন কিয়ারা। সিদ্ধার্থের দিল্লির বাড়ি যাওয়ার সময়ও এয়ারপোর্টে কিয়ারাকে ওড়না গায়ে জড়ানো অবস্থাতে পাওয়া গিয়েছিল। রিসেপশনের আসরেও পোজ দেওয়ার সময় কিয়ারার পেটের সামনে হাত রেখে ছিলেন সিদ্ধার্থ। সেই নিয়েই প্রেগন্যান্সির গুঞ্জন মাথাচাড়া দিয়েছেন।

প্রসঙ্গত. গত বছর এপ্রিল মাসে বিয়ে করেছিলেন সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাট। সেইসময় আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর মাথাচাড়া দিয়েছিল, বিয়ের দেড় মাসের মাথাতেই প্রেগন্যান্ট হওয়ার সুখবর জানিয়েছিলেন রণবীর ঘরণী। 

আরও পড়ুন-মা হচ্ছে বিধবা বেণী বৌদি! সন্তানের বাবা কি শুভ্র? ‘সোহাগ জল’ দেখে ক্ষুব্ধ দর্শক

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন