আর মাত্র মাস দেড়েক। দেবী দুর্গার আগমনের জন্য মুখিয়ে রয়েছে বাঙালি। দুর্গাপুজোর আবেগ শুরু হয় মহালয়ার দিন থেকেই। সকালে বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজে। আর তারপর টিভি খুলে মহিষাসুরমর্দিনী দেখতে বসা। কোন চ্যানেলে, কোন নায়িকাকে দেবী দুর্গার চরিত্রে দেখা যাবে তা নিয়ে চলে জল্পনা-কল্পনা।
খবর ছিল, স্টার জলসায় এবার দুর্গা রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। যবে থেকে জানা গিয়েছিল, সুরিন্দর ফিল্মসের উপর দায়িত্ব বর্তেছে মহালয়া তৈরির, তবে থেকেই সকলে ধরে নিয়েছিল ‘ঘরের লোক’ই হবেন দুর্গতিনাশিনী। আর রাখির দিন তাতে শিলমোহর দিলেন কোয়েল নিজেই। ইনস্টা স্টোরিতে একটি স্ক্রিপ্টের ছবি শেয়ার করে নিলেন নিসপালের পত্নী। যাতে পার্বতীর ডায়লগ হাইলাইট করা। আর ক্যাপশনে কোয়েল লিখলেন, ‘মহালয়া #স্টার জলসা’। আরও পড়ুন: ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর প্রথম রাখি! ‘বোনু দিন দিন সব আরও কঠিন হচ্ছে’, লিখল দিদি
দু-বছর আগে কালার্স বাংলা চ্যানেলে মহালয়ার দিন দেবী দুর্গা হিসেবে দেখা দিয়েছিলেন কোয়েল। সেবারেও নিসপালের প্রযোজনা সংস্থা ছিল মহিষাসুরমর্দিনী তৈরির দায়িত্বে। দেবী দুর্গা হিসেবে বরাবরই কোয়েলকে পছন্দ করেছেন দর্শকরা। আশা করা যায়, এবারেও তার অন্যথা হবে না। আরও পড়ুন: গুটি গুটি পায়ে ৫০০ কোটি! সানির ‘গদর ২’-কে থামাতে আসতে হবে ‘জাওয়ান’ শাহরুখকেই
এদিকে জি বাংলায় মহিষাসুরমর্দিনী করছেন সেই চ্যানেলের নায়িকারা। ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিককে দেখা যাবে দুর্গা হিসেবে। খবর, ফুলকি-তে কাজ করা অভিষেক বোস হবেন শিব। আর পার্বতী হবেন রাসমণি দিতিপ্রিয়া রায়। মহালক্ষ্মী হবেন নতুন নায়িকা দিব্যাণী মণ্ডল। আরও পড়ুন: প্রেমিক ঠকালে কী করবে সুহানা? অবাক করল শাহরুখ-কন্যার জবাব
মহালয়া ছাড়াও পুজোয় কিন্তু আরও এক চমক উপহার দেবেন কোয়েল। হলে আসছে মিতিন মাসি। পুজোয় রহস্যের জট ছাড়াবে বাঙালির প্রিয় এই মেয়ে-গোয়েন্দা। ‘জঙ্গলে মিতিন মাসি’-র শ্যুট মাসখানেক আগেই হয়ে গিয়েছে সারান্ডায়। সেই সময় একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘শেষ হল শ্যুটিং। মিতিন হয়ে আবার অভিনয় করার একটা চমৎকার অভিজ্ঞতা হল!!! সারান্ডায় ৪৭ ডিগ্রি তাপমাত্রায় (মনে হবে যেন ৫৫ ডিগ্রি) বারবিকিউ এবং গ্রিল হওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। তবে খুব আনন্দে কাজটা করেছি’। সুচিত্রা ভট্টাচার্যের লেখা সারান্ডায় শয়তান গল্পের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই ছবি। পরিচালনা করছেন অরিন্দম শীল।