শুক্রবার প্রকাশ্যে এসেছে টিআরপি রিপোর্ট। তালিকায় একদম উপরে জ্বলজ্বল করছে ‘ফুলকি’র নাম। তবে শুক্রবার রাতে ‘কথা’র নায়ক সাহেব ভট্টাচার্য জানান, এই সপ্তাহে বাংলার এক নম্বর শো ‘কথা’। যার জেরে শুরু কনফিউশন। অনেক দর্শকই ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না। আরও পড়ুন-ফুলকির পাঞ্চে সিংহাসনচ্যুত নিম ফুল! TRP তালিকায় চমক কথার, জগদ্ধাত্রী হেরে গেল?
মূলত ১৫+ টিআরপি তালিকা অনুসরণ করা হয়। তবে স্টার জলসার তরফে ২+ টিআরপি লিস্ট ফলো করা হয়। সেই তালিকায় চলতি সপ্তাহে এক নম্বর শো সাহেব-সুস্মিতার ‘কথা’। এই বিষয় নিয়ে অভিনেতা সাহেব ভট্টাচার্যর সঙ্গে যোগাযোগ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। অভিনেতা স্পষ্ট বললেন, ‘আমি মাধ্যমিক বোর্ডে পড়াশোনা করি আমি মাধ্যমিকের রেজাল্ট দেখব, ICSE-র ফলাফল তো দেখবো না! আমাদের চ্যানেল স্টার জলসার তরফে যে টিআরপি তালিকা (২+) অনুসরণ করা হয় সেই অনুযায়ী আমরা বেঙ্গল টপার। এই তালিকা মেনেই আমারা কাজটা আমরা করি, চ্যানেলের তরফে আজ (শুক্রবার) আমাদের জানানো হয়েছে কথা (Kottha) বেঙ্গল টপার’।
ছোটপর্দায় সাহেবের কামব্যাক সফল! কাথার সফর নিয়ে বলতে গিয়ে অভিনেতা জানালেন, ‘ প্রায় ১৪ বছর পর আমার টেলিভিশনে ফেরা কথার হাত ধরে। ২০০৮ সালে আমি স্টার জলসার হাত ধরেই ছোটপর্দায় সফর শুরু করেছিলাম। শুরুতে আমি খানিক টেনশনে ছিলাম, তবে এটা টেলিভিশনের খুব ভালো সময়। এখন আর ফিল্ম আর টেলিভিশনের মধ্যে কোনও বিভেদ নেই, এমন নয় ছোটপর্দার অভিনেতারা ছবি করবেন না বা সিনেমার অভিনেতারা টিভিতে কাজ করবেন না। সবচেয়ে বড় কথা আমি একজন অভিনেতা, মাধ্য়ম যাই হোক না কেন। প্রতিদিন সন্ধ্যায় সাড়ে পাঁচ কোটি মানুষ টেলিভিশন দেখেন, তাঁদের কাছে আমি নিজের কাজটা পৌঁছে দিতে পারছি, সেটাই বড় পাওনা’।
অগ্নিভর মতোই সাহেবও কিন্তু রান্না করতে ভালোবাসেন। আর কোনও মিল রয়েছে দুজনের? অকপটে বললেন, ‘অগ্নিভ আর আমি দুজনেই রান্না করতে ভালোবাসি। ও প্রফেশন্যাল শেফ এবং নিজে বাড়িতে রান্না করতে ভালোবাসি। দুজনেরই মায়ের সঙ্গে বন্ডিংটা খুব স্ট্রং’। অগ্নিভ কি কথাকে সত্যিই ভালোবাসে? অভিনেতার জবাব, ‘প্রেম-ভালোবাসার জায়গায় বলব, অগ্নিভ এখনও কথাকে ভালোবাসে কিনা সেটাই নিশ্চিত নয়। তবে একটা ভালো মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি রয়ছে। এবং পুরুষ হিসাবে একজন মহিলা যখনই বিপদে পড়ছে সে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তবে কথার দিক থেকে ভালোবাসার জায়গা নিশ্চয় আছে’।
প্রসঙ্গত, ১৫+ টিআরপি তালিকায় জগদ্ধাত্রীর ঘাড়ে নিঃশ্বাস ফেলে এই সপ্তাহে চার নম্বরে রয়েছে কথা (৬.৪)। চ্যানেল টপার এই মেগা।