বাংলা নিউজ > বায়োস্কোপ > ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন লেডি গাগা, আজও মনে পড়লে শিউরে ওঠেন সেসব দিন!

১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন লেডি গাগা, আজও মনে পড়লে শিউরে ওঠেন সেসব দিন!

লেডি গাগা। (ফাইল চিত্র)

সেই সময় সন্তানসম্ভবা হয়ে পড়েন গাগা। তাঁর মা-বাবার বাড়ির সামনে তাঁকে ফেলে দিয়ে যাওয়া হয় ওই অবস্থায়!

মার্কিন পপ তারকা লেডি গাগা-র জনপ্রিয়তা আকাশচুম্বী। জিতেছেন গ্র্যামি ও অস্কার। অনেক পুরুষের রাতের ঘুম কেড়েছেন নিজের আকর্ষনীয় চেহারায়। তবে, সাহসী, স্পষ্টবক্তা গাগাকেই ধর্ষিত হতে হয়েছিল, তাও একবার নয় বহুবার। তখন তিনি মাত্র ১৯ বছরের। 

এটা তখনকার কথা, যখন তিনি লেডি গাগা হয়ে ওঠেননি, বরং সংগীতশিল্পী হিসেবে হলিউডে স্ট্রাগল করছেন। নাম ছিল স্টেফনি, যা এখন ভুলতে বসেছেন শ্রোতা ও দর্শকরা। সেই সময়তেই এক প্রযোজক তাঁকে জানিয়েছিল, তাঁর সৃষ্টি গানগুলি পুড়িয়ে ফেলা হবে। সেগুলি যদি বাঁচাতে চান তাহলে পোশাক খুলতে হবে। এভাবেই স্পষ্টভাষায় তাঁকে শারীরিক সম্বন্ধ স্থাপনের জন্য জোর করা হয়েছিল। এরপর দিনের পর দিন ধর্ষিত হতে থাকেন গাগা। শেষে গর্ভবতী হয়ে পড়েন। অসহায় স্টেফানিকে ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। সেই দিনগুলোর কথা ভাবলে এখনও ভয় পান। ওই ঘটনার পর দীর্ঘদিন ভুগেছিলেন অবসাদে। বহু কষ্টে তা কাটিয়ে উঠেছেন। ২০১৪ সালে এক সাক্ষাৎকারে প্রথম যৌন হেনস্থার কথা স্বীকার করেন লেডি গাগা।

এরপর একাধিক সম্পর্কে জড়ান গায়িকা। তবে কোনওটিই স্থায়ী হয়নি। বর্তমানে মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোগপতির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ফের গাগা সামনে নিয়ে এলেন তাঁর ভয়ঙ্কর অতীত। মার্কিনি ডক্যুসিরিজ 'দ্য মি ইউ নেভার সি'-তে সবার সামনে ফের সরব হবেন গাগা। ওপরা উইনফ্রে এবং প্রিন্স হ্যারি প্রযোজিত এই ডক্যুসিরিজে থাকছে বিশ্বের বিখ্যাত কিছু ব্যক্তিত্বের মানসিক এবং শারীরিক যন্ত্রণাকে জয় করার কাহিনি। প্রথম এপিসোডেই থাকবে লেডি গাগার জীবনের অভিজ্ঞতা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

১০৬ টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান, সেরা পুজোর খেতাব জিতল কারা? ‘ঈশ্বর সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ রতন টাটার কোন ছবি দেখে বলেছিল নেটপাড়া? তাঁর তৈরি সাম্রাজ্য ছিল ১৬৫ বিলিয়ন ডলারের, তবে রতন টাটা বেতন নিতেন মাত্র... ভারতের উন্নয়ন নিয়ে গভীর চিন্তাভাবনা- রতন টাটার স্মৃতিতে লিখলেন সুন্দর পিচাই ক্যাপ্টেন ও কোচ ভয়ডরহীন ভাবে খেলার লাইসেন্স দিয়েছে, অকপট ম্যাচের সেরা নীতীশ আমি হেরে গেলে, হেরে গেছেন আপনারা সবাই! শেষ টেস্ট খেলার আগে বার্তা শাকিবের পুজোর ব্যবসায় এগিয়ে কে? সৃজিতের উলটো সুর টলি-প্রযোজকের, টেক্কার আগে রাখলেন… রতনের উত্তরসূরি হতে পারেন তাঁর সৎ ভাই, কে এই নোয়েল টাটা? মাঝ আকাশেই মৃত্যু পাইলটের, নিউইয়র্কে জরুরি অবতরণ করল তুরস্কগামী বিমান রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে জনজোয়ার মুম্বইতে, বাতিল সব অনুষ্ঠান, আসবেন শাহও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.