শুটিংয়ের মাঝেই দেখা মিলল তেনার। উহু ভূতের নয়, চিতার। গত সপ্তাহের শুরুর দিকে মুম্বইয়ের ফিল্ম সিটিতে মারাঠি সিরিয়ালের শুটিং চলছিল। আর তখন সেখানে একটি চিতা এবং তার ছানার দেখা মিলল। উহু, এটাই প্রথমবার নয়, এর আগেও চিতা, অজগরের দেখা পাওয়া গিয়েছিল সেটের মধ্যেই, ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। কলাকুশলীরা সবাই বেশ আতঙ্কিত। তাঁরা সকলেই চান ম্যানেজমেন্ট যেন এবার এই সমস্যার একটা সমাধান খুঁজে বের করে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এম্প্লইয়ের প্রেসিডেন্ট বিএন তিওয়ারি এই প্রসঙ্গে বলেন, 'চিতার কামড়ে একজন মেকআপ আর্টিস্ট গুরুতর জখম হয়েছেন। একটা কুকুরকে মেরে ফেলেছে। কর্মীরা কেউ কাজ করতে চাইছেন না। আমরা ফিল্ম সিটির ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।'
মুম্বইয়ের এই ফিল্ম সিটিতে একাধিক ছবি এবং সিরিয়ালের শুটিং হয়। আর এটি একদম সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান এবং অ্যারে কলোনির লাগোয়া। ফলে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের জন্তু ঢুকে পড়ছে সেটে। প্রযোজক বিনাইফার কোহলি জানান বর্ষায় এই উৎপাত যেন আরও বেড়ে যায়। তাঁর কথায়, 'আমরা পশুদের জায়গায় ঢুকে পড়েছি। আমাদের উচিত ফরেস্ট এবং পশু সংরক্ষণ বিশেষজ্ঞদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করা। আমরা শীঘ্রই আবার শুটিং শুরু করব। অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে কর্মীদের সুরক্ষার জন্য। বাউন্ডারিতে আগুন জ্বালানোর ব্যবস্থা, বেড়া দেওয়া হচ্ছে।'
আরও পড়ুন: বাইরে তুমুল বৃষ্টি, একই ছাদের নিচে পাশাপাশি দাঁড়িয়ে একপাল হরিণ আর মানুষ! দেখুন ভিডিয়ো
PETA ইন্ডিয়ার তরফে সচিন বাঙেরা জানিয়েছেন, যেখানে বন্য পশু থাকে সেই জায়গাগুলো ছেড়ে শহরের প্ল্যানিং করা উচিত। তাঁর মতে, 'আগামীতে বন বড়াল, চিতার দেখা পাওয়া যাবে এখানে। এটা যদি আটকাতে চান তাহলে খেয়াল রাখতে হবে সেখানে যেন ইতিউতি খাবার ফেলা না হয়, ময়লা না ছড়ানো হয়। আর যদি কখনও বা চিতা বা বন বিড়াল দেখা যায় তাহলে যেন তাকে না বিরক্ত করা হয়। সেটাকে তার মতো করে যেন চলে যেতে দেওয়া হয়।
অভিনেতারা আপাতত সেখানে যথাযথ বেড়া দেওয়ার কথা বলছেন। স্বাভাবিক ভাবেই সেটের মাঝে যদি ওভাবে চিতা ঢুকে পড়ে আতঙ্ক তো তৈরি হবে।