‘কফি উইথ করণ’-এর নতুন এপিসোডের অতিথি হয়েছেন গৌরী খান, মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে। তিন জনের স্বামীই বলিউডের প্রথম সারির অভিনেতা। তাই করণ জোহরের শো-তে এলে গোপন কথা ফাঁস হবেই। কাপুর পরিবারের ডার্ক সিক্রেট ফাঁস করলেন সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর।
করণের সঙ্গে কথা প্রসঙ্গেই মাহিপ জানালেন, ‘একসময় এমন গিয়েছে যখন আমার বড় সঞ্জয় বছরের পর বছর ঘরে বসে ছিল। হাতে কোনও কাজ ছিল না। আমার ছেলেমেয়েরা গ্ল্যামারের পাশাপাশি এই অভাব দেখেও বড় হয়েছে।’
কাপুর পরিবারের সন্তান সঞ্জয়। অনিল কাপুরের ছোট ভাই। আর এই প্রসঙ্গেই মাহিপ জানান, ‘আমার চারপাশের মানুষজন তখন আমাকে অনুভব করাত যে আমরা কাপুর পরিবারের একটা ব্যর্থ অংশ।’
মাহিপ কাপুর এর আগে তাঁর ওয়েব শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইফস’-এ জানিয়েছিলেন কীভাবে একদম শুরুর দিকে তাঁকে ঠকিয়েছিলেন সঞ্জয়। অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। মাহিপ সেই সময় বলেছিলেন, ‘আমাদের বিয়ের একদম প্রথম দিকে সঞ্জয় হঠকারিতা করে ফেলেছিল। আমি সানায়াকে নিয়ে বেরিয়ে এসেছিলাম। নিজের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু তখন আমার কাছে একটা সদ্যোজাত বাচ্চা। একইভাবে মহিলা হিসেবে, মা হিসেবে আমার সন্তানই আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল তখন। আমি আমার মেয়েকে অসাধারণ বাবা দিলাম, যেটা সত্যি ও। আমি নিজেকেও দিলাম সুযোগ। এখন যখন পিছন ফিরে তাকাই আর ভাবি তখন যদি বিয়েটা ভেঙে দিতাম, তাহলে সারা জীবন আমাকে আফশোস করতে হত। কারণ যখন সন্তানরা আমার বাড়ি ফেরে, বর আমার বাড়ি ফেরে, তখন ওটা ওদের অভয়ারণ্য হয়ে যায়। ওদের একটা শান্তির প্রয়োজন। আর আমার মনে হয় সঞ্জয় ওটা আমাকেও দেয়।’
১৯৯৭ সালে বিয়ে হয় মাহিপ আর সঞ্জয়ের। তাঁদের দুই সন্তান সানায়া কাপুর আর জাহান কাপুর। খুব জলদি বলি ডেবিউ করার কথা আছে সানায়ার।