প্রি দিওয়ালি পার্টি করলেন করিনা-মালাইকা-করিশ্মা-অমৃতা। হটনেসে একে-অপরকে দিলেন কড়া টক্কর।
1/5প্রি-দিওয়ালি পার্টি আর তাতে করিনা অ্যান্ড গ্যাং সামিল হবে না তা হয়! আরোরা সিস্টার্স মানে মালাইকা আর অমৃতা আর কাপুর সিস্টার্স মানে করিশ্মা-করিনার গ্যাং-এর পার্টি প্রেম কারওরই অজানা নয়। তবে এদিন যেন হটনেসে একে-অপরকে কড়া টক্কর দিলেন তাঁরা। বিশেষ করে মাল্লা আর বেবো। দেখুন তো আপনার কাকে বেশি হট লাগছে?
2/5নিয়ন গ্রিন রঙের একটি বডি হাগিং ওয়ানপিস পরেছিলেন মালাইকা। পায়ে ওই একই রঙের স্টিলেটো। হাতে স্মল কাচ কালো রঙের। চুল পনিটেলে বাঁধা। পোশাকের চোখ ধাঁধানো রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজ একেবারে হালকা রেখেছিলেন।
3/5ড্রেসের হাতের লং ঝুল বেশ একটা জ্যাকেট লুক দিয়েছিল। আর সঙ্গে ব্যাকলেস ডিজাইন। মালাইকার শরীরের প্রতিটা ভাঁজ সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল এই পোশাকে। আপাতত মালাইকার এই ছবিগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
4/5কালো পোশাকে বান্ধবীকে কড়া টক্কর দিয়েছেন করিনাও। মিডি ঝুলের বডি ফিটিং ওয়ান পিস পরেছিলেন তিনি। তবে করিনার আরও যেদিকে চোখ আটকেছে তা হল কানে থাকা হিরের দুল। তিনিও বেঁধেছিলেন পনিটেল। হাত আর গলা ফাঁকাই ছিল।
5/5দুজনের বয়সই চল্লিশ ছাড়িয়েছে। তবে গ্ল্যামার কমেনি মোটেই। শাড়ি হোক বা লেহেঙ্গা, বিকিনি হোক বা বডিকন ড্রেস-- করিনা-মালাইকার কাছে সব যেন জলভাত। এখনও র্যাম্প কাঁপান এখইভাবে। সত্যিই Age Is Just A Number!