প্রয়াত স্বামী প্রযোজক রাজ কৌশলের জন্মবার্ষিকী স্মরণে মঙ্গলবার একটি যজ্ঞের আয়োজন করেছিলেন মন্দিরা বেদি। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সঞ্চালিকা-অভিনেত্রী।
রাজের জন্য যজ্ঞ
রাজ কৌশলের ছবির সামনে যজ্ঞের ব্যবস্থা করেন মন্দিরা। একটি ছবিতে দেখা গিয়েছে রাজের ফটোফ্রেমের সামনে ফুল দিয়ে সাজানো, প্রদীপ জ্বলছে। ছবিতে দেখা গিয়েছে মন্দিরা হবন কুণ্ডে নৈবেদ্য দিচ্ছেন। দুই সন্তান মন্দিরার পাশে বসা। অন্য একটি ছবিতে বাচ্চাদের মায়ের সঙ্গে হবন কুণ্ডে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিগুলি শেয়ার করে মন্দিরা লিখেছেন, ‘১৫ অগস্ট। তোমার জন্মদিন রাজি, আমরা তোমাকে নিয়েই উদযাপন করছি যেন। এদিন তুমি পৃথিবীতে এসেছিলে’। আরও পড়ুন: অর্জুনের 'মি টাইম', উইকেন্ড কেমন কাটল অভিনেতার, দেখুন ঝলক

রাজ কৌশলের জন্মবার্ষিকী
২০২১ সালে ৩০ জুন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন পরিচালক রাজ কৌশল। পিতৃতন্ত্রের অনুশাসন ভেঙে স্বামীর মৃতদেহ কাঁধে তুলে নিয়েছিলেন মন্দিরা। স্বামীর মুখাগ্নি করেছিলেন তিনি নিজেই। শোকে বিহ্ববল অভিনেত্রীকে শক্ত হাতে পরিস্থিতির সঙ্গে যুঝতে দেখা যায়।
১৯৯৬ সাল থেকে স্টেডি রিলেশনশিপে ছিলেন। ভালোবেসে বিয়ে করেছিলেন রাজ-মন্দিরা। সম্পর্কের তিন বছরের মধ্যেই নতুন সংসার গোড়ার সিদ্ধান্ত। জীবনের প্রত্যেক চড়াই-উতরাইয়ে থেকেছেন একে অপরের পাশে।
এক সাক্ষাৎকারে মন্দিরা জানিয়েছিলেন, প্রেগন্যান্সির সময়ে তাঁকে এক মুহূর্ত চোখের আড়াল করতেন না রাজ। এমনকী, ছেলে ভিকি-র জন্মের পরও একইরকম দায়িত্ব পালন করে এসেছেন। কাজের জন্য মন্দিরাকে বাইরে থাকতে হলে একা হাতে ছেলের সমস্ত কাজ করতেন। এত ভালো বাবা ছিলেন তিনি! ২০২০ সালের নভেম্বর মাসে ৪ বছরের একটি কন্যা সন্তান দত্তক নেন। নাম রাখেন তারা।
চলে গিয়েছেন রাজ। থেকে গিয়েছে তাঁর স্মৃতি। সেই স্মৃতিকে আঁকড়েই নতুন জীবন শুরু করেছেন মন্দিরা। দুই সন্তান এবং কাজ নিয়ে দিন কাটছে তাঁর।