জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের আনন্দে মেতে বিনোদন দুনিয়া। ঠিক তখনই এল ফের একটা খারাপ খবর। প্রয়াত খ্যাতনামা মারাঠি অভিনেতা মিলিন্দ সাফাই। জানা যাচ্ছে অনেকদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মিলিন্দ। জানা যাচ্ছে, ২৫ অগস্ট, সকাল ১০.৪৫-এ মৃত্যু অভিনেতার। মৃত্যুকালে তাঁ বয়স হয়েছিল ৫৩ বছর।
জানা যাচ্ছে, বিখ্যাত মারাঠি টিভি শো 'অ্যাই কুথে কে কার্তে'-এর অংশ ছিলেন অভিনেতা মিলিন্দ সাফাই। এই শোতে মধুরানী প্রভুলকরের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন সাফাই। 'মহারাষ্ট্রচি হাস্য যাত্রা' নির্মাতা শচীন গোস্বামীও মিলিন্দ সাফাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি তার ফেসবুক পেজে অভিনেতাকে স্মরণ করে একটি নোট শেয়ার করেছেন।
আরও পড়ুন-‘জাতীয় পুরস্কার পেলেও বাংলায় কিন্তু এই ছবি বঞ্চনার শিকার’, ক্ষোভ তন্নিষ্ঠার
প্রসঙ্গত, মারাঠি ধারাবাহিক এবং ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের পাশাপাশি মিলিন্দ সাফাই হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তিনি মারাঠি সিনেমা যেমন '১০০ দিন', 'সাং তু আহেস কা' সহ আরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন মিলিন্দ সাফাই।