‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ১২-এর কে হলেন প্রথম ক্রোড়পতি? প্রোমোতে তা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে 'প্রথম ক্রোড়পতি' হলেন নাজিয়া নাসিম নামে এক প্রতিযোগী। এপিসোডটি সম্প্রচারিত হবে ১১ই নভেম্বর।
ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্চালক অমিতাভ বচ্চন প্রতিযোগী নাজিয়া নাসিমের জ্ঞান সম্পর্কে প্রশংসা করছেন। অসাধারণ খেলা ছিল বলার পাশাপাশি বিগ বি আরও বলেন, বিজয়ীকে আরও বেশ কয়েকটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, তবে তিনি সহজেই পার করে যাবেন বলে মনে হয়।
‘কী অসাধারণ খেলেছ তুমি’, ভিডিওতে অমিতাভকে বলতে শোনা যাচ্ছে। দেখুন নীচের প্রোমোতে-
‘এটা বড্ড মুশকিল প্রশ্ন ছিল, যেখানে আপনার নজর পড়েছিল, তা একদমই সঠিক ছিল’, অমিতাভ তাঁর ১ কোটি টাকা জেতার পর অবাক হয়ে বলছেন। ৩০ সেকেন্ডের ভিডিও শেষ হচ্ছে ৭ কোটি টাকা জেতার জন্য ১৬ নম্বর প্রশ্ন করছেন অমিতাভ তা দিয়ে। নাজিয়া ৭ কোটি টাকা জিতবেন কিনা তা অবশ্য জানা যাবে ১১ নভেম্বর এপিসোড সম্প্রচারিত হওয়ার পর। উল্লেখ্য, নাজিয়া নাসিম দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত।