বাংলা নিউজ > বায়োস্কোপ > Merry Christmas Trailer: ক্যাটরিনার মেরি ক্রিসমাসের ট্রেলার ফেরাল অন্ধাধুনের স্মৃতি, পরতে পরতে লুকিয়ে রহস্য-উত্তেজনা

Merry Christmas Trailer: ক্যাটরিনার মেরি ক্রিসমাসের ট্রেলার ফেরাল অন্ধাধুনের স্মৃতি, পরতে পরতে লুকিয়ে রহস্য-উত্তেজনা

ক্যাটরিনার মেরি ক্রিসমাসের ট্রেলার ফেরাল আন্ধাধুনের স্মৃতি

Merry Christmas Trailer: মুক্তি পেল মেরি ক্রিসমাস ছবির ট্রেলার। ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ছবির পরতে পরতে লুকিয়ে রহস্য।

মুক্তি পেল শ্রীরাম রাঘবনের আসন্ন ছবি মেরি ক্রিসমাসের ট্রেলার। আর এই ট্রেলারের শুরুটাই যেন ফিরিয়ে দিল আন্ধাধুন ছবির স্মৃতি। সেখানে যেমন টাবু কাঁকড়া গুঁড়ো করেছিলেন মিক্সিতে, এখানে ট্রেলারের একদম শুরুতে দেখা যায় দুটো মিক্সি, একটিতে ঘুমের ওষুধ গুঁড়ো করা হচ্ছে, আরেকটিতে বাদাম আর কাঁচা লঙ্কা।

মেরি ক্রিসমাসের ট্রেলার

ক্রিসমাসের আগেরদিন সন্ধ্যায় দেখা হয় বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের। তারপর নানা ঘটনাক্রমের পর ভিডিয়োর শেষে দেখা যায় তাঁরা দুজনই দারুণ বিপদে। এর মাঝে উঠে আসে গোলা গুলি, রহস্য, উত্তেজনা এবং অবশ্যই সাসপেন্স। এই ট্রেলারের নেপথ্যে শোনা যায় তিন্নু আনন্দের ভয়েস ওভার। ছবির একটি দৃশ্যে দেখা মেলে সঞ্জয় কাপুরেরও। দেখা যায় ক্যাটরিনা কাইফের একটি মেয়েও আছে। ট্রেলারের শেষে সিনেমা হল থেকে মেয়ে সমেত অভিনেত্রীকে উধাও হয়ে যেতেও দেখা যায়।

আরও পড়ুন: নিজের নাম নিয়ে নিজেই কনফিউশনে ভোগেন শ্যামৌপ্তি! দিদি নম্বর ১-এ বললেন, 'ভাবি এটাই তো...?'

আরও পড়ুন: একটা নয়, আরও দুটো ভাগ আসবে অ্যানিম্যালের! পরিচালকের কথায় 'অ্যানিম্যাল পার্কে একটা নয়, একসঙ্গে...'

মেরি ক্রিসমাস ছবির ট্রেলার থেকে এটুকু স্পষ্ট যে কিছু একটা ঠিক নেই গোটা জিনিসটার মধ্যে। আর ক্যাটরিনা কাইফ বিজয় সেতুপতি দুজনই সমস্ত কিছুর সিদ্ধান্তে পৌঁছচ্ছেন আঙুল চুজ করার পদ্ধতি দিয়ে। কিন্তু আদতে কী ঘটছে, কে খারাপ কে ভালো সেটা মোটেই স্পষ্ট হল না ছবির ট্রেলার থেকে। এটার উত্তর ছবি থেকেই পাওয়া যাবে।

আরও পড়ুন: ‘আমরা কাজ করালে টাকা নিই না, পারিশ্রমিক দিই’, হঠাৎ কেন ফেসবুকে গর্জে উঠলেন সুদীপ্তা?

মেরি ক্রিসমাস প্রসঙ্গে

মেরি ক্রিসমাস ছবিটি দুটো ভাষায় আসবে যেখানে দুটো ভাষায় আলাদা আলাদা সাপোর্টিং অভিনেতা দেখা যাবে। হিন্দি ভার্সনে ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি ছাড়াও আছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, তিন্নু আনন্দ, প্রমুখ। তামিল ভার্সনের ছবিতে দেখা যাবে রাধিকা সরথনাথ, কেভিন জয় বাবু, রাজেশ উইলিয়াম প্রমুখকে। আগামী ১২ জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি।

বায়োস্কোপ খবর

Latest News

LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.