‘আই কান্ট গেট নো স্যাটিসফ্যাকশন’ বা ‘পেইন্ট ইট, ব্ল্যাক’— ষাটের দশকের শেষ থেকে ব্রিটিশ রক এন রোল গানের আকাশে নক্ষত্রের মতো জ্বলজ্বল করে উপস্থিত থেকেছে ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’। আর এই ব্যান্ডের অন্যতম সদস্য মিক জ্যাগারও রক সঙ্গীতের জগতে সুপারস্টার হিসাবে পিরিচিত হয়েছেন। এহেন মিক এলেন কলকাতায়।
যাঁরা মিক জ্যাগার সম্পর্কে জানেন, তাঁরা অবগত যে শুধুমাত্র সঙ্গীত নয়, মিকের আর এক ভালোবাসা হল ক্রিকেট। আর এই ক্রিকেটের টানেই কলকাতায় তিনি। ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ দেখার জন্য ইডেনে হাজির হয়েছিলেন এই রকস্টার। তাঁর আপ্যায়নের জন্য মাঠে ছিল বিশেষ ব্যবস্থাও। এহেন মিক ক্রিকেট উপভোগ করার পাশাপাশি আরও একটি জিনিসও উপভোগ করলেন কলকাতায়। কী সেটি?
সেটি হল, কালীপুজো এবং দীপাবলি। শহর কলকাতা থেকে ছবি দিয়ে তিনি তাঁর অনুরাগীদের জানালেন কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা। আর এর সঙ্গে সঙ্গেই উঠে এল আরও একটি কাহিনি।
যাঁরা ‘দ্য রোলিং স্টোনস’-এ গানবাজনা শুনেছেন, তাঁরা অবগত যে, এই ব্যান্ডের সিম্বল হল একটি জিভ। হাঁ মুখ থেকে বাইরে বেরিয়ে আসা একটি লম্বা জিভ। কারও কারও মতে, এই জিভ হল মা কালীরই জিভ। মানে, দেবীর এই জিভের আদলেই এমন একটি সিম্বল তৈরি করেছিল এই ব্যান্ড। পরবর্তীকালে যা সারা পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। আর এই সিম্বলটি রক সঙ্গীতের জগতে একটি অন্য তাৎপর্য পায়। সেটির পিছনে যে মা কালীর অবয়বের ভূমিকা আছে, তা হয়তো অনেকেই জানতেন না। মিক জ্যাগার কলকাতায় আসায় আর এখান থেকে শুভেচ্ছা জানানোয় সেই পুরনো কাহিনিই আবার উসকে দেওয়া হল।