মিথিলা পালকর এবং প্রাজক্তা কোলি বহুদিনের বন্ধু। তাঁরা সেই ২০১৬ সাল থেকে একে অন্যের সঙ্গে আছেন। একে অন্যের কাজে যেমন একে অন্যকে সাপোর্ট করেন, প্রশংসা করেন, তেমনই পাশে থাকেন। কিন্তু তাঁদের এত বছরের বন্ধুত্বের গোপন রহস্য কী?
মিথিলা এবং তাঁর বন্ধুত্বের বিষয়ে প্রাজক্তা বলেন, 'আমরা যেমন একে অন্যের ভক্ত তেমনই সব থেকে বড় সমালোচক। আমরা একে অন্যের থেকে কোনও কথা লুকাই না। আর সেই জন্যই হয়তো আমরা একে অন্যের এত ভালো বন্ধু।' তিনি আরও জানান তাঁরা যা বলেন যা করেন সবই মিলে যায়।
এই দুই অভিনেত্রীর প্রথম দেখা একটি ফটোশুটের সময় হয়। সেখানে দুজনেই উদ্ভট পোজ দিতে থাকেন। আর সেখান থেকেই দুজনের বন্ধুত্ব শুরু হয়। পরে একটা ইভেন্টে যান ওঁরা সেখানে সেই বন্ধুত্ব গভীর হয়।
মিথিলা তাঁদের সম্পর্কের বিষয়ে বলেন, 'আমরা একে অন্যের ভীষণই কাছের বন্ধু। কিন্তু অনেক সময় আমাদের দুজনকে একে অন্যের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা কেউ কাউকে প্রতিযোগী হিসেবে ভাবি না। আমাদের বন্ধুত্বটা খুবই সুন্দর। আমরা নিয়মিত একে অন্যকে কল করি, একে অন্যের বাড়ি যাই। থাকি।'
দুজনের কাছেই বন্ধুত্ব মানে হল বিশ্বাস এবং সততা রাখা। একই ইন্ডাস্ট্রি থাকার ফলে দুজনে কী অতিরিক্ত কোনও সুবিধা পান? প্রাজক্তা বলেন, 'অনেক সময় দীর্ঘদিন আমাদের হয়তো দেখা হল না কাজের জন্য। তখন ইন্ডাস্ট্রির কোনও পার্টি বা ইভেন্টে দেখা হয়ে যায়। এটা একটা ভালো দিক।'
প্রসঙ্গত মিথিলা ২০১৪ সাল থেকে অভিনয় করা শুরু করেন ওয়েব সিরিজ এবং সিনেমায়। অন্যদিকে প্রাজক্তা ২০১৫ সাল থেকে ইউটিউবে কনটেন্ট পোস্ট করতে থাকেন। সেখান থেকেই তিনি পরিচিতি পান। গত ৩ বছর ধরে তিনি সিনেমা, সিরিজে অভিনয় করছেন।