বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty's Health: সত্যিই কি ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর! বিবৃতিতে কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?

Mithun Chakraborty's Health: সত্যিই কি ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর! বিবৃতিতে কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তীর মস্তিষ্কের MRI সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজির বিভাগের পরীক্ষা নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভাল আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। শনিবার একটি ছবির শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন মহাগুরু। মিঠুনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

শোনা যাচ্ছে, ইস্কিমিক স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর। এই স্ট্রোককে ব্রেন অ্যাটাকও বলা হয়। অবশেষে বছর ৭৩-এর অভিনেতার শারীরিক পরিস্থিতি, অসুস্থতা নিয়ে বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে সেই বিবৃতিতে ঠিক কী জানানো হয়েছে?

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শ্রী মিঠুন চক্রবর্তী (৭৩), জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শরীরের ডানদিকের উপর ও নিচের অংশে ব্যাথা নিয়ে সকাল ৯.৪০মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর মস্তিষ্কের MRI সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভাল আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। শ্রী মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সহ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’

<p>মিঠুনের অসুস্থতা নিয়ে হাসপাতালের বিবৃতি</p>

মিঠুনের অসুস্থতা নিয়ে হাসপাতালের বিবৃতি

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা মেডিক্যাল বুলেটিনের মাত্র কয়েক ঘন্টা আগেই মিঠুনের পরিবার তাঁর স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতির কথা সংবাদমাধ্যমকে জানায়। মিঠুনের বড় ছেলে মিমোহ ইন্ডিয়ানএক্সপ্রেসকে বলেন, ‘বাবা ১০০ শতাংশ ভালো আছেন, আর এটা একটা রুটিন চেক আপ’। একইভাবে মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা (মিমোহ স্ত্রী)ও মিঠুনের অসুস্থতার খবর, স্ট্রোক হওয়ার খবর উড়িয়ে দিয়েছিলেন। তাঁর কথায়, ‘এগুলি সবই ভুয়ো খবর।’

তবে নাহ, হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা বিবৃতি বলছে ইস্কিমিক স্ট্রোক হওয়ার খবর সত্যি। তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন। এদিকে আবার মিঠুনের সঙ্গে দেখা করে পরিচালক রাজ চক্রবর্তী বলেছিলেন, ‘মিঠুনদার সঙ্গে কথা বল, উনি জানিয়েছেন, ওঁর সুগার লেভেল বেড়ে গিয়েছিল। কোনও ব্রেন স্ট্রোক হয়নি। উনি সম্পূর্ণ সুস্থ আছেন, তবে আগামিকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

অভিনেতাকে দেখতে এসে দেবশ্রী রায় জানিয়েছিলেন, ‘এখন ভালো আছে। আজই মিঠুন চক্রবর্তীকে কেবিনেটে স্থানান্তরিত করা হবে। অসুস্থতার খবরে অত্যন্ত শকড ছিলাম। এখন ঠিক আছে। কথাও হয়েছে আমার সঙ্গে।’ অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, ‘মিঠুনদা ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এখন।’ প্রসঙ্গত, সোহম তাঁর প্রযোজিত ছবির জন্যই বর্তমানে কলকাতায় রয়েছেন মিঠুন।

 

বায়োস্কোপ খবর

Latest News

‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.