বাংলা ব্যান্ডের মধ্যে অন্যতম পুরনো ব্যান্ড হল মহীনের ঘোড়াগুলি। এই ব্যান্ডের বহু গানই ভীষণই জনপ্রিয়। সেগুলোর মধ্যে অন্যতম হল ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’। এই গানটি শোনেননি বা কোনও স্কুল কলেজ বা অন্যান্য অনুষ্ঠানে গাননি এমন বাঙালি বোধহয় খুব কমই আছেন। তবে এবার এই গানটি একেবারে নতুন রূপে প্রকাশ্যে এল। মেটাল ভার্সন এল মহীনের ঘোড়াগুলির ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’র।
‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’র মেটাল ভার্সন
এদিন অসমাপ্ত নামক একটি পেজের তরফে প্রকাশ্যে আনা হয় মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের ‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’র মেটাল ভার্সন। গত ৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল এই ভিডিয়ো। ইতিমধ্যেই এটি ৬ লাখ বারের বেশি শোনা হয়েছে। শেয়ার হয়েছে একাধিকবার।
আরও পড়ুন: 'এবার বদল দরকার...', বলিউড অভিনেতাদের অতিরিক্ত টাকার খাঁই! তোপ দেগে কাবিলের পরিচালক সঞ্জয় কী বললেন?
‘পৃথিবীটা নাকি ছোট হতে হতে’ গানটির মেটাল ভার্সন শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁদের।
কে কী বলেছেন এই গানটি শুনে?
এক ব্যক্তি লেখেন, 'আমার পারফরমেন্সটা দারুণ লাগল। হারমোনিয়ামটা কী বাজালেন! আগুন পুরো।' আরেক ব্যক্তি লেখেন, 'বুকের পাটা লাগে এসব করতে। কে কী বলল না শুনে এভাবেই কাজ করে যাও।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'অনেকে অনেক কিছু বলবে। কিন্তু জীবনে কখনও কখনও নতুনত্বের প্রয়োজনীয়তা হয় বইকি! মজা পেলাম শুনে।' চতুর্থ ব্যক্তির মতে, 'অস্থির হয়েছে। এই আত্ম বিশ্বাস ধরে রাখবেন।'
আরও পড়ুন: 'টেলর মানে দর্জি?' স্পটিফাইয়ে অরিজিতকে ছাপিয়ে গেলেন টেলর সুইফ্ট, কটাক্ষ করে কী বলছে নেটপাড়া?
কেউ কেউ আবার বিরোধিতাও করেছেন। এক ব্যক্তি লেখেন, 'না হয়েছে কপি না আছে সেই ফ্লেভর। বেসুরে, বেতালা, জঘন্য একেবারে।' কেউ আবার লেখেন, 'মুখোশ পরলেই মেটাল গাওয়া যায় না ভাই।' 'ভাই আপনি আগে গানটা শিখুন তারপর গাইবেন', মত আরেকজনের।