সম্প্রতি ঘরে ঘরে জি বাংলায় খেলতে এসেছিলেন অভিনেত্রী রাজশ্রী ভৌমিক। সেখানে এসে তিনি জানালেন তাঁর একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা। বর্তমানে তাঁকে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে।
ঘরে ঘরে জি বাংলায় রাজশ্রী ভৌমিক
এদিন ঘরে ঘরে জি বাংলায় এসেছিলেন রাজশ্রী ভৌমিক। তাঁর বাড়িতে সদলবলে হাজির হয়েছিলেন তাঁর সহকর্মী তথা এই শোয়ের সঞ্চালক বিশ্বনাথ বসু। সেখানে অভিনেত্রী প্রথমেই জানান আজ যে তিনি অভিনেত্রী সেটা সম্ভব হয়ে কেবল তাঁর মায়ের জন্য। তাঁর মা চেয়েছিলেন যে তিনি অভিনেত্রী হবেন। এরপর সঞ্চালক তাঁকে জিজ্ঞেস করেন যে জি বাংলার সঙ্গে অভিনেত্রীর কত বছরের যোগাযোগ? উত্তরে রাজশ্রী বলেন, 'বহু বহু বছরের।'
আরও পড়ুন: 'আমি একজন মেয়ে হয়ে...' বিবাহিত সত্যজিৎকে ভালোবেসেছিলেন মাধবী! তবুও কেন দূরে গিয়েছিলেন 'চারুলতা'?
আরও পড়ুন: 'মায়ের যেমন শরীর খারাপ হলে...' ঠান্ডা লেগে কাহিল রচনা, অসুস্থ সঞ্চালিকাকে দেখে কী বললেন সুপর্বা?
এরপর তাঁকে স্মৃতিতে ডুবতে দেখা যায়। তিনি এদিন স্মৃতি হাতড়ে বলেন, 'আমি কেয়া পাতার নৌকো ধারাবাহিকে কাজ করেছিলাম। এই ধারাবাহিক আমায় অনেক, অনেক কিছু দিয়েছে। একবার আমি সাউথ সিটি মলে গিয়েছি তখন এক মহিলা আমায় এসে বলেন আপনি এখানে? মানে আমি যে জিন্স পরি না শপিং মলে যেতে পারি সেই চরিত্র দেখে ওঁরা বিশ্বাসই করে উঠতে পারেননি। বাংলাদেশের অনেকেই আমায় এভাবে দেখে চমকিত হয়েছেন।' এরপর রাজশ্রী জানান তিনি জি বাংলার একাধিক ধারাবাহিকে কাজ করেছেন যেমন কেয়া পাতার নৌকো, কড়ি খেলা, ইত্যাদি। বর্তমানে তাঁকে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে। এখানে তিনি শিমুল অর্থাৎ নায়িকার কাকিশাশুড়ির চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: '৩৪ বছর কেটে গিয়েছে, মনে হচ্ছে...' প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?
আরও পড়ুন: 'ওটা বড় আফসোস...' ইন্ডিয়ান আইডলে ভুল স্বীকার শানুর, জানালেন কেন রহমান তাঁকে দিয়ে কখনও গান গাওয়াননি
ঘরে ঘরে জি বাংলার প্রসঙ্গে
জি বাংলার এটি অন্যতম রিয়েলিটি শো। এটি প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। এটির সঞ্চালনা করেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবন যাপনের কথা উঠে আসে এখানে।