বিগ বস ১৭ এর হাউজ একসঙ্গে এবারে অংশ নিয়েছিলেন ভিকি জৈন এবং অঙ্কিতা লোখান্ডে। সেখানে খেলার মাঝে তাঁদের তিক্ততা চরমে পৌঁছেছিল। নিত্যনৈমিত্তিক ঝগড়া তো লেগেই ছিল। রোজ রোজ অশান্তি হতো। এমনকি ভিকি এবং অঙ্কিতার মধ্যে তো হাতাহাতি পর্যন্ত হয়েছে। উঠে এসেছে ডিভোর্সের প্রসঙ্গে। আর সব কিছুর মাঝে ভিকির মা এসেও জানান যে তাঁরা মোটেই সুখী নন অঙ্কিতাকে বউমা হিসেবে পেয়ে। তবে বিগ বস হাউজ থেকে বেরোতেই নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন তাঁরা। এখন তাঁরা হ্যাপি কাপল। সদ্যই এই শোয়ের সাকসেস পার্টিতেও তাঁরা জুটিতে এসেছিলেন। এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পবিত্র রিশতার নায়িকা।
ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অঙ্কিতা?
নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে অঙ্কিতা লোখান্ডে জানিয়েছেন, 'যবে থেকে আমরা বিগ বস হাউজ থেকে বেড়িয়েছি খালি প্রশ্ন আর সাংবাদিকদের কথা। খুব চাপে আছি। কেউ হয়তো প্রত্যক্ষ ভাবে চাপ দিচ্ছে না, তবুও একটা অস্বাভাবিক চাপ আছে। সবাই আমাদের সম্পর্ককে জাজ করছে।' তিনি এরপর বলেন, 'আমরা জানি আমাদের মধ্যে সম্পর্কটা কেমন। ওখানে আমি কিছু কথা বলেছি, ভিকি কিছু বলেছে। ওখানে কী বলেছি না বলেছি সেটার ভিত্তিতে মানুষ আমাদের বিচার করুক চাই না। আমরাও তো কাউকে বিচার করতে যাচ্ছি না।'
আরও পড়ুন: '৩৪ বছর কেটে গিয়েছে, মনে হচ্ছে...' প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে গৌরীকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?
একই সঙ্গে তাঁদের নিয়ে যত নেতিবাচক মন্তব্য চারিদিকে শোনা যাচ্ছে সেই বিষয়ে তিনি বলেন, 'আমি কোনও প্রতিযোগিতার অংশ নই। আমি হয়তো পারফেক্ট নই। কিন্তু আমি আমার এবং আমার সম্পর্কের জন্য সেরা। বাড়িতে দম্পতিদের মধ্যে ঝামেলা হয় না? ওখানে অত ঝগড়া দেখে লোকজন জিজ্ঞেস করছে আমরা এখনও কীভাবে একসঙ্গে আছি। ডিভোর্স নিয়ে কথা বলছে, আমাদের খাটো করছে। আমাদের বিচার করা বন্ধ করুন। আমাদেরকে আমাদের মতো করে বাঁচতে দিন।'
আরও পড়ুন: কার্তিককে দেখার নেশায় সাইকেল চালিয়ে ১০০০ কিমি পথ পার! ভক্তকে দেখেই কী বললেন ‘চান্দু চ্যাম্পিয়ন’?
আরও পড়ুন: 'মায়ের যেমন শরীর খারাপ হলে...' ঠান্ডা লেগে কাহিল রচনা, অসুস্থ সঞ্চালিকাকে দেখে কী বললেন সুপর্বা?
নিজেদের সম্পর্ককে টম অ্যান্ড জেরির সঙ্গে তিনি তুলনা করেন। তাঁরা একে অন্যের ভালো বন্ধু বলেও জানান। তাঁর কথায় যাই হোক তাঁরা একসঙ্গে ভালো আছেন।