কাবিল, শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা, শুটআউট অ্যাট ওয়াডালা, মুসাফির, কাঁটে, জিন্দা, ইত্যাদির মতো ছবি উপহার দিয়েছেন পরিচালক সঞ্জয় গুপ্তা। এবার তিনি মুখ খুললেন বলিউড অভিনেতাদের ফিজ নিয়ে। তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাকটিভ থাকেন। এদিন তিনি এই বিষয়ে এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে নিজের ভাবনা তুলে ধরেন।
অভিনেতাদের ফিজ নিয়ে কী বললেন সঞ্জয় গুপ্তা?
একটি নতুন পোস্টে সঞ্জয় গুপ্তা কথা বললেন বলিউড অভিনেতাদের খাঁই নিয়ে। এক একটি ছবির জন্য তাঁরা যে পরিমাণ টাকা দাবি করেন সেটা ঠিক নয় বলেই মনে করেন তিনি। জানালেন এর জন্যই অনেক ছবি বক্স অফিসে বাজেটের অর্থও তুলতে পারে না।
আরও পড়ুন: 'টেলর মানে দর্জি?' স্পটিফাইয়ে অরিজিতকে ছাপিয়ে গেলেন টেলর সুইফ্ট, কটাক্ষ করে কী বলছে নেটপাড়া?
সঞ্জয় গুপ্তা এদিন এক্সে লেখেন, 'বক্স অফিসের প্রথম সপ্তাহান্তের আয়কে যদি দুই দিয়ে গুন করা হয় তাহলে সেটা হল প্রথম সপ্তাহের ব্যবসা। অনেক সময়ই দেখা যায় এক একটি ছবি মোট যত আয় করে সেটা এক একটি হিরোর ফিজের থেকেও কম। এটা বদলানো দরকার।'
কেন এমন পোস্ট?
অনেকেই মনে করছেন সঞ্জয় গুপ্তা এই পোস্টটি তখন করেছেন যখন জানা গিয়েছে হৃতিক রোশন ফাইটার ছবিটির জন্য ৮৫ কোটি টাকা নিয়েছেন। দীপিকা নিয়েছেন ২০ কোটি। বর্তমানে এই ছবিটি ভারতীয় ছবিতে মাত্র ১৮৯ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া ছবিটি প্রথমদিন মাত্র ৬.৫০ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। আর দ্বিতীয় দিনে ৯ কোটির থেকে সামান্য বেশি।
আরও পড়ুন: কার্তিককে দেখার নেশায় সাইকেল চালিয়ে ১০০০ কিমি পথ পার! ভক্তকে দেখেই কী বললেন ‘চান্দু চ্যাম্পিয়ন’?
এই প্রথম নয়। গত বছরও শাহরুখ এবং সানি দেওলের ছবি নিয়ে কথা বলেছিলেন সঞ্জয় গুপ্তা। তিনি তখন ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'গদর ২ এবং জওয়ান বিগ বাজেট ছবি। ২-৩ বছর ধরে তৈরি করা হয়েছে। দু তিন সপ্তাহে হল খালি হয়ে যাবে। আবার সবাই এমন বড় ছবির অপেক্ষা করবেন। সমস্ত বড় বড় স্টারদের প্রতি বছর একটা করে ছবি করা উচিত। শাহরুখ গত পাঁচ বছর কোনও ছবি করেননি। হৃতিক, অ্যামির দু তিন বছরে একটা ছবি করেন। তার মানে এই ৫-৬ টা ছবিই চলবে।'