বাংলা নিউজ > বায়োস্কোপ > ঋষি-পিহুর মাঝে ফের তৃতীয় ব্যক্তি, নেত্রা! চিনতে পারলেন ‘মন ফাগুন’-এর নতুন মুখকে?

ঋষি-পিহুর মাঝে ফের তৃতীয় ব্যক্তি, নেত্রা! চিনতে পারলেন ‘মন ফাগুন’-এর নতুন মুখকে?

ঋষি-পিহুর জীবনে ফের এল তৃতীয় ব্যক্তি। 

‘মন ফাগুন’-এ এন্ট্রি নিল ‘ফেলনা’ অভিনেত্রী রোশনী তন্বী ভট্টাচার্য। ঝড় উঠতে চলেছে ঋষি আর পিহুর জীবনে আরও একবার। 

টিআরপি-র দৌড়ে সপ্তাহখানেক ধরেই পিছিয়ে পড়েছে ‘মন ফাগুন’। এমনকী, ঋষি আর পিহুর বিয়ে দিয়েও সেরকম কিছু লাভ হয়নি। তাই এবার নতুন মুখ আসছে। আসছে ঋষিরাজ আর প্রিয়দর্শিনীর মধ্যে তৃতীয় ব্যক্তি আরও একবার।

পিছিয়ে পড়া আটকাতে কিছুদিন আগেই দেখেছি ঋষির ভাই রোহন এসেছে খলনায়ক হিসেবে। এবার আসছে স্টার জলসার চেনা মুখ রোশনী তন্বী ভট্টাচার্য। ‘ফেলনা’র পর ছোট পরদা থেকে দূরেই ছিলেন তন্বী। তবে ফিরছেন বেশ শক্তিশালী চরিত্র দিয়ে।

এক আদিবাসী মেয়ের চরিত্রে দেখা যাবে তন্বীকে। যে হারিয়ে ফেলেছে নিজের ভালোবাসার মানুষকে। সেই মানুষকে খুঁজতে খুঁজতেই আসবে শহরে, দেখা হবে পিহুর সঙ্গে। আর এরপর ঋষিকে দেখেই চমকে যাবে সে। কারণ তাঁর ভালোবাসার মানুষটাকে অনেকটা এরকমই দেখতে।

এখানে তন্বীর চরিত্রের নাম ‘নেত্রা’। বেশ কিছু ফোটো আর ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলেছেন এই অভিনেত্রী। ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।

ইনস্টায় একটা ছোট ভিডিয়ো ক্লিপিংসও শেয়ার করে নিয়েছেন তন্বী। যেখানে দেখা যাচ্ছে একই মন্দিরে পুজো দিচ্ছে নেত্রা আর পিহু। সঙ্গে ওর কষ্ট মন ছুঁয়ে যায় পিহুর। নিজের হাতে লিখে দেয় ঠিকানা। বলে ভালোবাসার মানুষকে খুঁজে পেলে তাঁকে সাথে নিয়ে আসতে। আর তখনই মন্দিরে আসে ঋষি। 

মানে ফের একবার ঝড় উঠবে। হয়তো আবার ভুল বোঝাবুঝি হবে ঋষি-পিহুর। পরিবার কোনও বিপদে পড়বে না তো? 

বায়োস্কোপ খবর

Latest News

নাটকীয় জয় সামারসেটের, ক্রাচে ভর দিয়েই মাঠে সতীর্থদের সঙ্গে উদযাপন ব্যান্টনের ধনু-মকর-কুম্ভ-মীন রাশির আজকের দিনটি কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.