বাংলা নিউজ > বায়োস্কোপ > Mouni-Suraj Kiss: রিসেপশনে কেক কাটার আগে লিপ লক মৌনি আর সূরজের, লুকিয়ে ক্যামেরায় অর্জুন বিজলানি

Mouni-Suraj Kiss: রিসেপশনে কেক কাটার আগে লিপ লক মৌনি আর সূরজের, লুকিয়ে ক্যামেরায় অর্জুন বিজলানি

রিসেপশনে চুমু খেলেন মৌনি আর সূরজ।

দেখুন মৌনি-সূরজের রিসেপশনের ফোটো অ্যালবাম।

গোয়ায় জমিয়ে চলছে মৌনি রায় আর সূরজ নামবিয়ার বিয়ের আসর। কাছের বন্ধু ও পরিবারকে নিয়ে চলছে জমজমাট সেলিব্রেশন। আর সেখানের ছবি বা ভিডিয়ো যখনই ফাঁস হচ্ছে, সোশ্যাল মিডিয়ায়, তখনই তা ভাইরাল হচ্ছে। এই মুহূর্তে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে মৌনি ও সূরজের রিসেপশন পার্টি। 

একটি ভিডিয়ো বেশ মনে ধরেছে মৌনির অনুরাগীদের। যা নিজের মোবাইলে বন্দি করেছেন অর্জুন বিজলানি। সেখানে দেখা যাচ্ছে টেবিলের উপর রাখা ট্রি-টায়ার কেক। আর মৌনি-সূরজ একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছে। তারপর একগাল হেসে কেকে ছুড়ি বসাল দু'জনে। 

মৌনিকে দেখা গেল সোনালি রঙের লেহেঙ্গায়, সঙ্গে ম্যাচিং গয়না। ডার্ক ব্লু শেরওয়ানি পরেছেন সূরজ। একাধিক বলিউড গানে তাঁদের নাচও করতে দেখা গেল রিসেপশন পার্টিতে।

সঙ্গে কিছু আফটার পার্টির ছবিও দেখা গিয়েছে। যেখানে বন্ধু ও পরিবারের সাথে ‘চিল মোডে’ নতুন দম্পতি। সব ছবিতে মৌনির সৌন্দর্য চোখ টেনেছে।

২০২১-র শেষ থেকেই বিয়ের গুঞ্জন চলছিল। তবে, তা নিয়ে কথা বলতে চাননি মৌনি কখনোই। এমনকী, বছর দুয়েক ধরে সূরজের সাথে সম্পর্ক থাকলেও সেটা গোপন রাখারই চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। তবে, বিয়ের দিন দুই আগে মুম্বইতে পাপারাৎজিরা মৌনিকে শুভেচ্ছা জানালে হেসে ঘাড় নাড়তে দেখা যায় তাঁকে। 

চলতি বছরেই মুক্তি পাবে ফ্যান্টসি ড্রামা ‘ব্রহ্মাস্ত্র’। যাতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন মৌনি, আলিয়া-রণবীর-অমিতাভদের সাথে।

বন্ধ করুন