বাংলা নিউজ > বায়োস্কোপ > Ranveer-Mukhesh: ‘নগ্ন দৃশ্যে অভিনয় করে..', শক্তিমান হচ্ছেন রণবীর? ভয়ঙ্কর কটাক্ষ মুকেশ খান্নার

Ranveer-Mukhesh: ‘নগ্ন দৃশ্যে অভিনয় করে..', শক্তিমান হচ্ছেন রণবীর? ভয়ঙ্কর কটাক্ষ মুকেশ খান্নার

রণবীরকে তুলোধনা মুকেশের

Ranveer-Mukhesh: রণবীর সিং-এর নগ্ন ফটোশ্যুটের কথা মনে করিয়ে অভিনেতাকে শক্তিমানের চরিত্রে অভিনয়ের অযোগ্য বলে ঘোষণা করলেন মুকেশ খান্না। পরে মুছলেন ভিডিয়ো।

নব্বইয়ের দশকে বেড়ে ওঠা বাচ্চাদের জন্য শক্তিমান শুধু কোনও টিভি সিরিজ নয়, শক্তিমান একটা ইমোশন। মাস কয়েক আগেই জানা গিয়েছে পর্দায় ফিরছে শক্তিমান, তাও একদম নতুন অবতারে। দিন কয়েক আগে থেকেই জোর চর্চা নতুন শক্তিমান হিসাবে দেখা যাবে রণবীর সিং-কে। যদিও সেই খবরকে অস্বীকার করে রণবীরকে কড়া আক্রমণ শানালেন অরিজিন্যাল ‘শক্তিমান’ মুকেশ খান্না।

ইউটিউবে এক ভিডিয়ো আপলোড করে রণবীরকে শক্তিমান চরিত্রের জন্য ‘অযোগ্য’ বলে উল্লেখ করেন বিতর্কিত তারকা। রণবীরের চর্চিত নগ্ন ফটোশ্যুটকে টেনে কড়া মন্তব্য করেন মুকেশ খান্না। শক্তিমানের আইকনিক লাল-সোনালি স্য়ুটের যোগ্য নন রণবীর সিং-এর মতো নায়ক, সাফ কথা তাঁর। 

তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের এবং রণভীর সিংয়ের একটি কোলাজ ছবি শেয়ার করে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় গুজব রয়েছে যে রণবীর সিং শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন। আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন সকলেই। আমি চুপ করে ছিলাম। কিন্তু যখন চ্যানেলগুলি ঘোষণা করতে শুরু করল যে রণবীরকে সই করা হয়েছে এই চরিত্রের জন্য, তখন আমি বাধ্য হয়েই কথা বলছি। সে যত বড় তারকাই হোক না কেন, এমন ভাবমূর্তির মানুষ কখনও শক্তিমান হতে পারে না।’ 

পেপার ম্যাগাজিনের জন্য রণবীরের নগ্ন ফটোশুট করে তোপের মুখে পড়েছিলেন। অভিনেতাকে কটাক্ষ করে মুকেশ বলেন, এই ধরনের কাজ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তিনি রণবীরকে বিদ্রুপ করে লেখে, 'যদি সে নগ্নতায় স্বাচ্ছন্দ্য বোধ করে তবে তার এমন দেশে যাওয়া উচিত যেখানে সে প্রতি তৃতীয় দৃশ্যে নগ্ন দৃশ্য করতে পারে।  

প্রবীণ অভিনেতা আরও বলেন, ‘আমি প্রযোজকদের বলেছি, আপনাদের প্রতিযোগিতা স্পাইডার-ম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে নয়। শক্তিমান শুধু একজন সুপারহিরোই নন, তিনি একজন সুপার-টিজার, শিক্ষাগুরু। যে অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন, তাঁর মধ্যে এমন গুণ থাকা উচিত তিনি যখন কথা বলবেন, লোকে তা শুনবে।’ 

মুকেশ খান্না বিআর চোপড়ার ১৯৮৮ সালের টেলিভিশন অনুষ্ঠান মহাভারত দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন যেখানে তিনি ভীষ্ম পিতামহ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি টিভি এবং চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই চরিত্র শিল্পী হিসাবে একই সাথে কাজ করেছিলেন। তাঁর জনপ্রিয় ছবিগুলির অন্যতম সওদাগর, চন্দ্রকান্ত, দ্য গ্রেট মারাঠা, গুড্ডু, বারসাত এবং আন্তর্জাতিক খিলাড়ি। পরে অবশ্য রণবীরকে আক্রমণ শানিয়ে আপলোড করা ইউটিউব ভিডিয়ো মুছে দেন মুকেশ খান্না। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.