নব্বইয়ের দশকে বেড়ে ওঠা বাচ্চাদের জন্য শক্তিমান শুধু কোনও টিভি সিরিজ নয়, শক্তিমান একটা ইমোশন। মাস কয়েক আগেই জানা গিয়েছে পর্দায় ফিরছে শক্তিমান, তাও একদম নতুন অবতারে। দিন কয়েক আগে থেকেই জোর চর্চা নতুন শক্তিমান হিসাবে দেখা যাবে রণবীর সিং-কে। যদিও সেই খবরকে অস্বীকার করে রণবীরকে কড়া আক্রমণ শানালেন অরিজিন্যাল ‘শক্তিমান’ মুকেশ খান্না।
ইউটিউবে এক ভিডিয়ো আপলোড করে রণবীরকে শক্তিমান চরিত্রের জন্য ‘অযোগ্য’ বলে উল্লেখ করেন বিতর্কিত তারকা। রণবীরের চর্চিত নগ্ন ফটোশ্যুটকে টেনে কড়া মন্তব্য করেন মুকেশ খান্না। শক্তিমানের আইকনিক লাল-সোনালি স্য়ুটের যোগ্য নন রণবীর সিং-এর মতো নায়ক, সাফ কথা তাঁর।
তিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের এবং রণভীর সিংয়ের একটি কোলাজ ছবি শেয়ার করে লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় গুজব রয়েছে যে রণবীর সিং শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন। আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন সকলেই। আমি চুপ করে ছিলাম। কিন্তু যখন চ্যানেলগুলি ঘোষণা করতে শুরু করল যে রণবীরকে সই করা হয়েছে এই চরিত্রের জন্য, তখন আমি বাধ্য হয়েই কথা বলছি। সে যত বড় তারকাই হোক না কেন, এমন ভাবমূর্তির মানুষ কখনও শক্তিমান হতে পারে না।’
পেপার ম্যাগাজিনের জন্য রণবীরের নগ্ন ফটোশুট করে তোপের মুখে পড়েছিলেন। অভিনেতাকে কটাক্ষ করে মুকেশ বলেন, এই ধরনের কাজ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তিনি রণবীরকে বিদ্রুপ করে লেখে, 'যদি সে নগ্নতায় স্বাচ্ছন্দ্য বোধ করে তবে তার এমন দেশে যাওয়া উচিত যেখানে সে প্রতি তৃতীয় দৃশ্যে নগ্ন দৃশ্য করতে পারে।
প্রবীণ অভিনেতা আরও বলেন, ‘আমি প্রযোজকদের বলেছি, আপনাদের প্রতিযোগিতা স্পাইডার-ম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে নয়। শক্তিমান শুধু একজন সুপারহিরোই নন, তিনি একজন সুপার-টিজার, শিক্ষাগুরু। যে অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন, তাঁর মধ্যে এমন গুণ থাকা উচিত তিনি যখন কথা বলবেন, লোকে তা শুনবে।’
মুকেশ খান্না বিআর চোপড়ার ১৯৮৮ সালের টেলিভিশন অনুষ্ঠান মহাভারত দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন যেখানে তিনি ভীষ্ম পিতামহ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি টিভি এবং চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই চরিত্র শিল্পী হিসাবে একই সাথে কাজ করেছিলেন। তাঁর জনপ্রিয় ছবিগুলির অন্যতম সওদাগর, চন্দ্রকান্ত, দ্য গ্রেট মারাঠা, গুড্ডু, বারসাত এবং আন্তর্জাতিক খিলাড়ি। পরে অবশ্য রণবীরকে আক্রমণ শানিয়ে আপলোড করা ইউটিউব ভিডিয়ো মুছে দেন মুকেশ খান্না।