নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘শক্তিমান’। তার প্রধান মুখ ছিলেন মুকেশ খান্না। শক্তিমান শুধু কোনও টিভি সিরিজ নয়, শক্তিমান একটা ইমোশন। মাস কয়েক আগেই জানা গিয়েছে পর্দায় ফিরছে শক্তিমান, তাও একদম নতুন অবতারে। এবার শক্তিমানের চরিত্রে রণবীর সিংকে চূড়ান্ত করাতেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মুকেশ।
সদ্য এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কাস্টিংয়ে রণবীর সিংকে দেখে অসন্তোষ প্রকাশ করেছেন মুকেশ। তিনি এও জানিয়েছেন, শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমার বা টাইগার শ্রফের মতো কোনও তারকাই শক্তিমানের চরিত্রের জন্য উপযুক্ত নয়। অভিনেতার বিশ্বাস, এই চরিত্রের জন্য কোনও নতুন মুখের প্রয়োজন। বিশেষ করে যে শিশুদের সঙ্গে সংযোগ গড়তে পারবে, তাঁদের অনুপ্রাণিত করতে পারবে। আরও পড়ুন: ‘এত পয়সা কী করে..’, লোকের বিয়ে দেখে চিন্তায়, বড়লোক হওয়ার উপায় খুঁজছেন সুজি পিসি
প্রবীণ অভিনেতা আরও জানিয়েছেন, মূল শোটির সাফল্যের পরে, চরিত্রের উপর ভিত্তি করে আরেকটি সিরিজের জন্য স্টার ইন্ডিয়ার সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ফলপ্রসূ হয়নি। অভিনেতা হতাশা প্রকাশ করে জানিয়েছেন, এতে স্টার ইন্ডিয়ার ক্ষতি, তাঁর নিজের নয়। এ দিন সিনেমার আপডেট প্রকাশ করে অভিনেতা জানিয়েছেন, তাঁরা এখনও গল্পের বিকাশের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
অভিনেতা শক্তিমান সিনেমার কাহিনি নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন। মুকেশ খান্না জোড় দিয়ে বলেছেন, শক্তিমান নিছক একটি টেলিভিশন সিরিজ নয় বরং ভারতীয় পৌরাণিক কাহিনির একটি উল্লেখযোগ্য অংশ, যা এটিকে অন্যান্য সিরিয়াল থেকে আলাদা করে।
ইউটিউবে এক ভিডিয়ো আপলোড করে রণবীরকে শক্তিমান চরিত্রের জন্য ‘অযোগ্য’ বলে উল্লেখ করেন বিতর্কিত তারকা। রণবীরের চর্চিত নগ্ন ফটোশ্যুটকে টেনে কড়া মন্তব্য করেন মুকেশ খান্না। শক্তিমানের আইকনিক লাল-সোনালি স্য়ুটের যোগ্য নন রণবীর সিং-এর মতো নায়ক, সাফ কথা তাঁর।
সোমবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের এবং রণবীর সিংয়ের একটি কোলাজ ছবি শেয়ার করে লিখেছেন, 'মাসখানেক ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা গুঞ্জন শোনা যায়, রণবীর সিং নাকি শক্তিমান হচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই রাগ প্রকাশ করেছিলেন। আমি কিন্তু চুপ করে ছিলাম। এখন শুনছি, রণবীর ইতিমধ্যেই সইসাবুদ সেরে ফেলেছেন, ফলে মুখ খুলতে বাধ্য হলাম। আমি স্পষ্ট বলেছি যে, এ রকম ভাবমূর্তির ব্যক্তি যত বড় তারকাই হোন না কেন, শক্তিমান হতে পারবেন না।’
প্রবীণ অভিনেতা আরও বলেন, ‘আমি প্রযোজকদের বলেছি, আপনাদের প্রতিযোগিতা স্পাইডার-ম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন প্ল্যানেটের সঙ্গে নয়। শক্তিমান শুধু একজন সুপারহিরোই নন, তিনি একজন সুপার-টিজার, শিক্ষাগুরু। যে অভিনেতা এই চরিত্রে অভিনয় করবেন, তাঁর মধ্যে এমন গুণ থাকা উচিত তিনি যখন কথা বলবেন, লোকে তা শুনবে।’
গত বছর জুন মাসে মুকেশ খান্না 'শক্তিমান' ফিল্ম সিরিজ সম্পর্কে 'হিন্দুস্তান টাইমস'কে আপডেট দেন। তিনি বলেন, 'চুক্তি সই হয়ে গিয়েছে। এটি অনেকটা বড় মাপের ছবি। এক একটি ছবি তৈরিতে ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হবে এবং সোনি পিকচার্সই তৈরি করবে যারা 'স্পাইডারম্যান' তৈরি করেছিল।' সেই সময়েও পর্দায় শক্তিমানের চরিত্রে কাকে দেখা যাবে সেই বিষয়ে মন্তব্য করতে নারাজ ছিলেন মুকেশ খান্না।